চালু হচ্ছে হাওড়া দিঘা সরাসরি ট্রেন, রইলো সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : পুজোর মরশুমে বহু মানুষই রয়েছেন যারা ছুটির সুযোগকে কাজে লাগতে ঘুরতে যান। আর এবার এই সকল ভ্রমণপিপাসু মানুষদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সরাসরি হাওড়া দিঘা ট্রেন পরিষেবা।

এই ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে পুজো স্পেশাল ট্রেন পরিষেবার আওতায়। মঙ্গলবার থেকেই ট্রেন পরিষেবা চালু হওয়ার খবরে যেমন খুশির হাওয়া বইছে ভ্রমণপিপাসুদের মধ্যে, ঠিক তেমনই খুশি দীঘার হোটেল মালিক থেকে ব্যবসায়ীও।

করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ধীরে ধীরে মানুষ বাইরে বের হতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকার পর প্রত্যেকের মধ্যেই ইচ্ছে কোথাও না কোথাও ঘুরে আসার। তবে তাদের এই সব ইচ্ছে পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার অভাব। যে কারণে এই হাওড়া দিঘা ফেষ্টিভেল স্পেশাল ট্রেন পরিষেবা কিছুটা হলেও সেই ইচ্ছা পূরণে সহযোগিতা করবে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই চালানো হবে এই হাওড়া থেকে দিঘা বিশেষ স্পেশাল ট্রেনটি। এই বিশেষ ট্রেনটি সকাল ৬.৪০ মিনিটে ছাড়বে হাওড়া রেল স্টেশন থেকে। তারপর সেটি দিঘা পৌঁছাবে সকাল ১০.১৫ মিনিটে।

অন্যদিকে ফেরার সময় ট্রেনটি সকাল ১০.৩৫ মিনিটে ছাড়বে দিঘা থেকে এবং হাওড়া পৌঁছাবে দুপুর ২.৩০ মিনিটে। আসলে এই স্পেশাল ট্রেন আগের তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচী মেনে যাতায়াত করবে।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ট্রেন পরিসেবার ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়লে বর্তমানে দীঘা থেকে বেশকিছু ট্রেন চালু করা হলেও সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করার পথে হাঁটেনি দক্ষিণ পূর্ব রেল। তবে এবার সেই পরিষেবা চালু হাওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় পর্যটক থেকে ব্যবসায়ীরা।