চালু হচ্ছে হাওড়া দিঘা স্পেশাল ট্রেন, দেখে নিন সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : অবশেষে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। আগামী ১৬ অক্টোবর থেকে চালু হচ্ছে হাওড়া থেকে দিঘা স্পেশাল ট্রেন। লকডাউন জারি হওয়ার পর থেকে দীর্ঘ সাত মাস পর অবশেষে এই রুটে প্রথম স্পেশাল ট্রেন চালু করছে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া থেকে দিঘা একটি স্পেশাল ট্রেন প্রতিদিন ১৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলাচল করবে।

হাওড়া থেকে দিঘা/দিঘা থেকে হাওড়া স্পেশাল ট্রেনটি ভারতীয় রেলের তরফ থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নম্বর হলো ০২৮৪৭ এবং ০২৮৪৮। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর মাঝে কোথাও স্টপেজ না দিয়ে সোজাসুজি দীঘা পৌঁছাবে এবং দীঘা থেকে ছাড়ার পর কোথায় স্টপেজ না দিয়ে সোজাসুজি হাওড়া পৌঁছাবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। পর্যটন ক্ষেত্রে ছাড় দেওয়ার পর হাওড়া ও দিঘার মধ্যে এই স্পেশাল ট্রেন পর্যটন শিল্পে কিছুটা হলেও উন্নতি ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্পেশাল এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে সকাল ১১:১০ মিনিটে ছাড়বে এবং দীঘা পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে। দীঘা থেকে ছাড়বে দুপুর ৩:৩০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে সন্ধ্যা ৬:৪০ মিনিটে।