পুজোর আগে দীঘা পর্যন্ত স্পেশাল ট্রেন, ঘোষণা ভারতীয় রেলের

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো দীঘা। বছরের অধিকাংশ সময় এই পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়ে থাকে। এবার এই পর্যটন কেন্দ্রে যারা ঘুরতে আসতে চান তাদের জন্য সুখবর দিল ভারতীয় রেল।

কলকাতা থেকে দীঘার দূরত্ব ২০০ কিলোমিটার হলেও এবার এই পথ যাতে সহজেই পাড়ি দিতে পারেন তার জন্য ভারতীয় রেলের তরফ থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো। পুজোর আগেই এই সুখবর দিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। দীঘায় আসার ক্ষেত্রে বাঙালিরা কোন সময় মানে না। যে কারণে প্রতিদিনই এখানে ভিড় জমতে দেখা যায় পর্যটকদের।

পর্যটকদের ভিড় জমতে থাকার কারণে গণপরিবহনের মেরুদন্ড ট্রেনের ক্ষেত্রেও ভিড় যথেষ্ট থাকে। এসবের কথা মাথায় রেখেই এবার দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া দীঘা স্পেশাল ট্রেন চালু রাখার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহের সোম, শুক্র, শনি ও রবিবার এই ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।

হাওড়া থেকে ০৮০০১ স্পেশাল ট্রেনটি ছাড়বে দুপুর ২:৫৫ মিনিটে। সেটি দিঘা গিয়ে পৌঁছবে বিকেল ৫:৫৫ মিনিটে। ফেরার পথে দিঘা থেকে হাওড়া আসার ট্রেন ০৮০০২ দিঘা থেকে ছাড়বে সন্ধ্যা ৬:২৫ মিনিটে। হাওড়া এসে পৌঁছবে রাত ৯:৪৫ মিনিটে। এই স্পেশাল ট্রেন দুটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক ও কোন্টাই স্টেশনে থামবে।

এই স্পেশাল ট্রেনটি ছাড়াও তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া যাতায়াতের জন্য। এছাড়াও লোকাল বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলির মাধ্যমেও সহজে হাওড়া থেকে দীঘা যাতায়াত করা যায়। তবে সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগে। সময় বেশি লাগলো খরচ অনেক কম।