১০ ঘন্টার রাস্তা ৭ ঘন্টায়, আসছে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন : দেশে আটটি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই চালু হয়েছে। এর মধ্যে একটি চলছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। বাংলার বুকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হয়, গত ৩০ ডিসেম্বর। নতুন এই ট্রেন নিয়ে প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে আলাদা উৎসাহ এবং কৌতুহল।

কেন্দ্র সরকারের তরফ থেকে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রূপে চালানো হবে। এই সকল নতুন ট্রেনগুলির মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তাতে নতুন আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলতে হতে পারে বাংলায়। বিভিন্ন সূত্র দাবি করছে, এই দুটি ট্রেন খুব তাড়াতাড়ি রাজ্যে চালু হবে।

বিভিন্ন সূত্র নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে যা দাবি করছে সেই দাবি অনুযায়ী জানা যাচ্ছে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া থেকে রাঁচি এবং অন্য একটি চলবে হাওড়া থেকে পুরি। বাঙ্গালীদের আবেগ পুরির সঙ্গে বন্দে ভারতে যোগাযোগ স্থাপন নিয়ে এখন থেকেই যাত্রীদের মধ্যে কৌতূহলের শেষ নেই।

এমনিতে সাধারণ যে সকল ট্রেন হাওড়া থেকে অথবা শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় সেই সকল ট্রেনগুলিতে পুরী পৌঁছাতে সময় লাগে অন্ততপক্ষে ১০ ঘন্টা। সেই জায়গায় যদি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল শুরু করে তাহলে আরও তিন ঘন্টা কম সময়ে পুরি পৌঁছানো সম্ভব হবে।

এছাড়াও যে সকল প্রিমিয়াম ট্রেন রয়েছে হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য অর্থাৎ দুরন্ত বা শতাব্দী এক্সপ্রেস, সেই সকল ট্রেনের তুলনায় আরও কম সময়ে সাত ঘন্টার কাছাকাছি সময়ে বন্দে ভারতে পুরী পৌঁছানো সম্ভব হবে। যদিও নতুন এই দুটি বন্দে ভারত নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে কোনরকম মুখ খুলতে দেখা যায়নি পূর্ব রেলকে।