শনিবার থেকে উচ্চমাধ্যমিক, এই সকল নিয়ম না মানলে সমস্যা

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘ দু’বছর পর এবার নির্বিঘ্নে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের। অন্ততপক্ষে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এমনটাই মনে করা হচ্ছে। চলতি বছর ২ এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রায়ই এক মাসের কাছাকাছি সময় ধরে পরীক্ষা চললেও মাঝে রয়েছে বিস্তর গ্যাপ।

২ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এরপর উপনির্বাচনের কারণে পরীক্ষা বন্ধ থাকবে এবং পুনরায় শুরু হবে ১৬ এপ্রিল। এই বছর এই উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, পরীক্ষার্থীরা এবার নিজের নিজের স্কুলে বসে পরীক্ষা দেবে। তবে এই পরীক্ষা নিজের নিজের স্কুলে হলেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। সেই সকল নিয়ম না মানলে সমস্যায় পড়বে তারা।

নিজের নিজের স্কুলে পরীক্ষা হওয়ার কারণে নিয়োগ করা হচ্ছে বিশেষ পর্যবেক্ষক। পরিচয়পত্র ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। নিজের স্কুলে পরীক্ষা হলেও অ্যাডমিট কার্ড দেখিয়েই পরীক্ষার্থীদের ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে। এই বিষয়ে করা ভাবে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

অন্যদিকে হোম সেন্টার অর্থাৎ নিজের নিজের স্কুলে পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ। চলতি বছর ৬,৭২৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তবে এর সঙ্গে সঙ্গেই থাকবে কড়া নিরাপত্তা। সুতরাং হোম সেন্টারে পরীক্ষা হবে বলে কোন পরীক্ষার্থী কোন বিষয়ে ছাড় পাবেন এমনটা ভেবে থাকলে তারা ভুল করবে।

হোম সেন্টারে পরীক্ষা হলেও পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। সুতরাং ওই নির্দিষ্ট এলাকার মধ্যে পরীক্ষার্থীর অভিভাবক অথবা আত্মীয়রা বা অন্য কেউ জমায়েত করতে পারবেন না। একইভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল অথবা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। পাশাপাশি টুকলি রোখার জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে।