শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের মানতে হবে এই ১০টি নিয়ম

নিজস্ব প্রতিবেদন : ১৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023)। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সংসদের তরফ থেকে একাধিক বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই সকল নির্দেশিকার মধ্যে ১০টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ।

১) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। প্রতিটি পরীক্ষায় ‘অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল’-এ স্বাক্ষর করতে হবে।

২) পরীক্ষার প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা শুরু হওয়ার অন্ততপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের। পরবর্তী দিনগুলিতে ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে পরীক্ষা কেন্দ্রে।

৩) পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজের নিজের আসনে বসে যেতে হবে।

৪) পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পেন, পেনসিল, কালি, ইরেজার, ইনস্ট্রুমেন্ট বক্স ইত্যাদি আনতে পারবেন।

৫) পরীক্ষার সময় পরীক্ষার্থীরা ত্রিকোণামিতি, লগ এবং এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে এমন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬) খাতা জমা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের ১২:৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কোন পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবেন না।

৭) পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্য কোন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ করতে পারবে না।

৮) পরীক্ষা শুরু হওয়ার প্রথম এক ঘন্টা পরীক্ষার্থীরা শৌচাগার যেতে পারবে না।

৯) পরীক্ষা দেওয়ার জন্য ক্লিপবোর্ড ব্যবহার করা গেলেও তা স্বচ্ছ হতে হবে অর্থাৎ কোন কিছু লেখা থাকলে হবে না।

১০) পরীক্ষায় কোনরকম অসৎ উপায় ব্যবহার করলে পরীক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।