‘বড্ড কড়া গার্ড’, টুকলি করতে বাধা পেতেই চিরকুট উড়িয়ে পথ অবরোধ পরীক্ষার্থীদের

বর্তমানে শিক্ষা ব্যবস্থার হাল যে বেহাল তা আর বলার অপেক্ষা রাখে না। সেই বেহাল অবস্থার প্রমাণ দিলো মালদার রতুয়া হাই মাদ্রাসা স্কুলের পড়ুয়ারা। শনিবার উচ্চ-মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। তবে টুকলিতে বাধা পাওয়ায় পরীক্ষা শেষে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা।

জানা গিয়েছে, ওই পড়ুয়ারা সদ্য উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাইরে আসে। আর তারপরই শুরু করে বিক্ষোভ। কিন্তু তাদের এই বিক্ষোভের কারণ জানলে মাথায় আকাশ ভেঙে পর এ সকলের। পড়ুয়াদের জিজ্ঞাসা করতেই জানা তাদের অদ্ভুত দাবি।

তাদের বক্তব্য পরীক্ষাকেন্দ্রে নকল করতে দেওয়া হয়নি তাদের। তার উপর আবার কড়া গার্ড দেওয়া হয়েছে। যার জন্য ভাল পরীক্ষা হয়নি তাদের। সেই কারণে ভাদো বিএসবি স্কুলের পরীক্ষার্থীরা রাস্তায় চিরকুট ফেলে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী।

তবে এই ঘটনা নতুন নয়। গতকালও একই ছবি উঠে এসেছিল। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি হাইস্কুলে নকল করতে না দেওয়ায় ছাত্ররা প্রধান শিক্ষককে মারধর করে। এমনকী শিক্ষিকাকেও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় স্কুল। এরপর আর আজ নকল করতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ রতুয়ায়।

এর পর সাংবাদিক রাও পৌঁছে যায় সেখানে। সেখানে গিয়ে তারা ওই দিন যে বিষয়ে পরীক্ষা ছিল সেই বিষয়টির নাম জিজ্ঞাসা করে পড়ুয়াদের। কিন্তু পড়ুয়ারা সঠিকভাবে উচ্চারণও করতে পারেনি বিষয়ের নাম। পলিটিক্যাল সায়েন্সকে পলিটিক্স সায়েন্স বলে উচ্চারণ এক পড়ুয়া। সে বলে একটা রুমে আটটা গার্ড। প্রথমদিন থেকেই কড়া গার্ড পড়েছে। আর তারা টোকাটুকি করতে পারে নি। এমনকী বাথরুম করতে যেতে দেওয়া হয় নি। অন্য স্কুলে হালকা গার্ড আর আমাদের এত কড়া গার্ড কেনো সে কিষয়ে প্রশ্নও তুলেছেন ছাত্র ছাত্রীরা।