আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে যেসকল ওয়েবসাইটে

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার। শুক্রবার ১৭ই জুলাই দুপুর সাড়ে তিনটের সময় প্রকাশিত হবে ফলাফল। চলতি বছর যেহেতু করোনা ও লকডাউনের কারণে উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সে কারণে এবছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিকে বসেছিলেন অন্তত ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিকের এবারের ফলাফল দেখা যাবে অনলাইনে। পরে নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীদের হাতে হাতে মার্কশিট দেওয়া হবে।

Advertisements

Advertisements

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আগামী ৩১শে জুলাই জেলার ৫২টি বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে। তারপর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকারা সেই সকল মার্কশিট সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এরপর স্কুল জীবাণুমুক্ত করে স্কুলের শিক্ষকরা পরীক্ষার্থীদের অভিভাবকদের ডেকে সামাজিক দূরত্ব এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে সেই সকল মার্কশিট পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেবেন। অর্থাৎ আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেও আপাতত পরীক্ষার্থীদের ফলাফল দেখতে হবে অনলাইন অথবা এসএমএসের মাধ্যমে।

Advertisements

অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে যে সকল ওয়েবসাইটে

শুক্রবার বেলা সাড়ে তিনটার পর থেকে যেসকল ওয়েবসাইটের উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে সেগুলি হল http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com, www.jagranjosh.com,www.technoindiagroup.com, www.technoindiauniversity.ac.in, http://tigpublicschool.org, http://abpananda.abplive.in/, www.fastresult.in।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে হলে পরীক্ষার্থীকে টেক্সট মেসেজ করতে হবে ‘WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর’। আর সেটিকে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২/৫৬৭৬৭৫০/৫৬২৬৩ নম্বরে।

Advertisements