বিজয়ায় বানভাসি বীরভূমের একাংশ, হাঁটু জলে সড়ক

হিমাদ্রি মন্ডল : আজ বিজয়া, উমার মর্তলোক ছেড়ে কৈলাস যাত্রার দিন। দেবীপক্ষের আনন্দমুখর দিনগুলি কাটিয়ে আজ ভারাক্রান্ত মন আপামর বাঙালির, শুধু বাঙ্গালীদের মন নয় ভারাক্রান্ত মুখ আকাশেরও। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি জেলার বিভিন্ন প্রান্তে।

হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই পুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের, তবে মহাসপ্তমী, মহাষ্টমী বা মহানবমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ব্যাঘাত ঘটাতে পারেনি বাঙ্গালীদের পূজা পরিক্রমায়। তবে আজ সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে বানভাসি অবস্থা বীরভূমের বিভিন্ন জায়গায়।

মুষলধারায় বৃষ্টির কারণে ইতিমধ্যেই রাস্তার উপর দিয়ে জল বইছে সিউড়ী, রামপুরহাটের মত শহরে। সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় জল জমেছে হাঁটু প্রায়, অন্যদিকে একই অবস্থা রামপুরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া জাতীয় সড়কেও। আজ যখন পুজোর শেষ ল্যাপে বিষাদ ভুলে আনন্দে কাটাতে চাইছে বাঙালিরা তখন কোথায় যেন বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি অসুর।

এর আগেও মহাষ্টমীর রাতে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ায় ভেঙে পড়তে দেখেছিলাম মহঃবাজারের সংগঠন ক্লাব এবং স্পোর্টিং ক্লাবের মণ্ডপে আসার মূল লাইটের গেট, কুলিয়া সার্বজনীন দুর্গোৎসবের পূজা মন্ডপ ও প্যান্ডেলের ক্ষতিগ্রস্ত অবস্থা। আর আজ ফের এই বৃষ্টি বিদায়ের শেষ দিনে মাথায় ভাঁজ ফেলেছে বাঙালিদের।