বুড়ো বয়সে বাড়িতে বসে মাসে ১০০০০ টাকা পেনশন মিলবে এই যোজনায়

নিজস্ব প্রতিবেদন : রাজ্য হোক অথবা কেন্দ্র, সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পেনশন পেয়ে থাকেন। সুতরাং অবসর জীবনে তাদের জীবনযাপন নিয়ে তেমন কোনো চিন্তা থাকে না। কিন্তু যারা বেসরকারি সংস্থায় অথবা অন্য কোন কর্মের সাথে যুক্ত তাদের! এই সকল বেসরকারি সংস্থা এবং অন্যান্য সেক্টরে কর্মরত কর্মীদের কথা মাথায় রেখেই একটি বিশেষ স্কিম এনেছে কেন্দ্র সরকার।

কেন্দ্র সরকারের তরফ থেকে আনা স্কিম হলো অটল পেনশন যোজনা। ভারতের যেকোনো নাগরিক যাদের বয়স ১৮ থেকে ৪০ বছর তারা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের টাকা জমানো হলে ৬০ বছর বয়সের পর বাড়িতে বসেই পাওয়া যাবে পেনশন।

কেন্দ্রের এই প্রকল্প চালায় কেন্দ্র সরকারের অধীনে থাকা ‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি’। এই প্রকল্পের টাকা সঞ্চয় করার ক্ষেত্রে আপনি কোন বয়স থেকে প্রকল্প শুরু করছেন তার উপর পেনশন পাওয়া নির্ভর করবে। এক একজন ব্যক্তি এই প্রকল্পের আওতায় টাকা জমা করলে তার জমার পরিমাণের হিসাবে ৬০ বছর পর সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে কোনো দম্পতি এই প্রকল্পে সঞ্চয় করে থাকলে প্রতি মাসে ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

তবে এই পেনশন প্রকল্প একবার শুরু করে তা মাঝে বন্ধ করে দিলে পেনশনের টাকা পাওয়া যাবে না। যদি গ্রাহকের মৃত্যু হয় অথবা কোন মারণ রোগের শিকার হলে প্রকল্পে কিস্তির টাকা দেওয়া বন্ধ করা যেতে পারে। সে ক্ষেত্রে পেনশন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। যত কম বয়সে এই প্রকল্প শুরু করা হবে ততই মাসে মাসে কম টাকা জমা করতে হবে গ্রাহককে। তবে এই প্রকল্পে খুব অল্প পরিমাণে টাকা দিয়েই প্রকল্প শুরু করা যায়। মাসে ২১০ টাকা করে জমা দিলেই প্রকল্প শুরু হতে পারে। এই প্রকল্পের আবেদন করার জন্য গ্রাহকের বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যার সঙ্গে যুক্ত থাকবে মোবাইল নম্বর ও আধার কার্ড।

এছাড়াও এই প্রকল্পে যে সকল গ্রাহকরা অংশগ্রহণ করবেন তার মৃত্যুর পর তার স্ত্রী অথবা স্বামী সাড়ে ৮ লক্ষ টাকা পর্যন্ত এককালীন পেতে পারেন। পাশাপাশি যিনি জীবিত থাকবেন তিনি বাকি জীবন পেনশন পাবেন।