‘বিজেপি যদি মস্তান হলে, আমি ডন’, অনুব্রত মণ্ডল

অমরনাথ দত্ত : বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ফের স্বমহিমায় অনুব্রত। বীরভূমের লাভপুরের একটি জনসভা থেকে কড়া ভাষায় আক্রমণ বিজেপিকে।

সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “তুমি বড় বড় কথা বলছো, যেখানে সেখানে পথ অবরোধ করছো, শুনবো না। কালকেই জেলা মিটিং ডেকেছি, মিটিং করে আসার পর যেখানেই অবরোধ দেখাবে প্রশাসন যদি সরিয়ে দেয় তো ভালো কথা, নইলে আমাদের কর্মীরা সুটিয়ে সরিয়ে দেবে।”

এনআরসি প্রসঙ্গে এরপরেই আক্রমণাত্মক রূপ ধরেন অনুব্রত মণ্ডল। বলেন, “পশ্চিমবঙ্গে অনেক ধর্মের মানুষ আছে হিন্দু, মুসলমান, আদিবাসী এদেরকে পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে দেবে আর আমরা ছেড়ে দেবো, মোটেই ছাড়বো না। এটা মমতা ব্যানার্জি মেনে নেবে না। আমার জন্ম পশ্চিম বাংলায়, আমার বাবার জন্ম পশ্চিম বাংলায়, আমার দাদুর জন্ম পশ্চিম বাংলায়, আমার সন্তানের জন্ম পশ্চিম বাংলায়। তাহলে আমি ভারতবর্ষের বাইরের কি করে হলাম। তুমি অনেক ১৯৭১ সালের দলিল চাইছো, কটা বাগদির বাড়িতে আছে ১৯৭১ সালের দলিল। দেখে নেবো, রুখে দাঁড়াবো, ছেড়ে কথা বলবো না।”

এরপর বলেন “আবার তুমি লাভপুর থানার সামনে এসে বলে গেছো মান্নানকে থানার সামনে ফেলে মারবে, বেঁধে মারবে, আর আমরা দেখবো হাত গুটিয়ে বসে থাকবো। বলে গেলাম এই ধরনের যারা ভাষা জ্ঞান করবে তাদের এমন শোটানো ও শোটান গরু শোটানো করে দিন। তারপর আমি দেখে নেব।”

নিজের প্রসঙ্গ টেনেও আজ অনুব্রত বাবু বলেন “আমি নাকি অসুস্থ, হ্যাঁ আমি অসুস্থ, একটা অপারেশন করিয়ে ছিলাম। বিজেপি বোধহয় ভেবেছিল আমি মরে যাবো, মরে আমি যাবো না, তোমাদের মেরে আমি মরবো।”

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিনের সভায় লোক হয়েছিল চোখে পড়ার মতো। যদিও বিরোধীদের অভিযোগ লাভপুরের মানুষ কম, জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি ভর্তি লোক নিয়ে যাওয়া হয়েছিল সেই সভায়।