‘রাণুকে মেয়ে দেখতো না’, তির্যক মন্তব্য নিয়ে মুখ খুললেন রাণু’র মেয়ে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে ইন্টারনেট দুনিয়ার সেনসেশন রাণু মণ্ডলকে নিয়ে বারবার উঠেছে নানান প্রশ্ন, কারোর কাছে তিনি প্রশংসনীয়, কেউ কেউ আবার তুলেছেন নানান বিতর্কিত প্রশ্ন। রাণুর দেওয়া সংবাদমাধ্যমের অনেক সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে বিতর্কিত পরিবেশ। আর এই বিতর্কিত বা সমালোচনার সবথেকে বড় কেন্দ্রবিন্দু রাণু মন্ডলের মেয়ে সাথী রায়। নেট দুনিয়ার নেটিজেনদের অভিযোগ, রাণুর মেয়ে সাথী তাঁর মাকে দেখতেন না, হঠাৎ সেলিব্রেটি হয়ে যাওয়ার পর ছুটে আসেন মায়ের কাছে। অভিযোগের ভিত্তিতেই মুখ খুললেন রাণু মন্ডলের মেয়ে সাথী রায়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাথী রায় প্রথমেই জানান, এই সমস্ত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দুজনের মধ্যে সবসময় যোগাযোগ ছিল। তিনি আরও জানান, “আমি জানতাম না যে আমার মা রেলস্টেশনে গান গেয়ে বেড়াতেন। কারণ নিয়মিত মায়ের সাথে দেখা করতে আসার সময় ছিল না। কয়েক মাস আগে আমি মাকে ধর্মতলা একটি বাসে কোন কারন ছাড়াই বসে থাকতে দেখি। তখন আমি মাকে বাড়ি যেতে বলি এবং সাথে ২০০ টাকাও দি।”

তিনি আরো বলেন, “আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি সিউড়ি তে একটি ছোট মুদিখানার দোকান চালাই। আমার একটা ছোট ছেলে রয়েছে, যাকে নিয়েও চলছে সংগ্রাম। আমি মাকে প্রতিমাসে ৫০০ টাকা করে পাঠাতাম। আমি যতটা পারি মায়ের দেখাশোনা করি। তবে মা আমার সঙ্গে থাকতে চান না। এরপরেও লোকে আমাকে দোষ দিচ্ছেন।”

আর এরপরেই তিনি অতীন্দ্র এবং তপনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, “অতীন্দ্র এবং তপন (স্থানীয় ক্লাব সদস্য) যেন আমার মায়ের নিজের ছেলে। তারা এবং ক্লাবের অন্যান্য সদস্যরা আমাকে হুমকি দিচ্ছেন আমি মায়ের সংস্পর্শে এলে আমার পা ভেঙে দেওয়া হবে। তারা আমাকে মায়ের সাথে ফোনেও কথা বলতে দেন না। আমার বিরুদ্ধে মায়ের কাছে ব্রেন ওয়াশ চলছে। আমি নিজেকে অসহায় মনে করছি। আমি কোন কঠোর পদক্ষেপ নিতে পারছিনা মায়ের কথা ভেবে।”

এছাড়াও তিনি বলেন, সবাই তাকে দোষ দিলেও তিনি মায়ের সমর্থন করবেন। তিনি মাকে অনুরোধ করবেন সিউড়িতে গিয়ে থাকার জন্য। তবে তিনি জোর করবেন না আর তার মা যদি ঠিক করে থাকেন মুম্বাই স্থানান্তরিত হওয়ার তাহলেও তিনি সেখানে গিয়ে থাকবেন। তিনি মাকে নিয়ে গর্ববোধ করছেন বলে জানান।