২২ দিনের সন্তান কোলে ডিউটি করছেন IAS অফিসার, কুর্ণিশ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : সরকারি অফিস হোক অথবা বেসরকারি, মহিলা কর্মীরা মাতৃত্বকালীন টানা ছুটি পেয়ে থাকেন। আর এই সুবিধা দেওয়া হয়ে থাকে ওই মহিলা কর্মীর সন্তানকে মাতৃস্নেহ এবং বড় করে তোলার জন্য। তবে এই সুবিধা নিয়ে সমাজে নানান বিতর্ক রয়েছে। বহু মানুষ এই সুবিধাকে ব্যঙ্গ এবং কটাক্ষ করে থাকেন, আবার বহু সংস্থাই মহিলা কর্মী নিয়োগের আগে দশবার ভাবেন টানা এই ছুটি প্রসঙ্গে। তবে ছুটি না নিয়েও নিজের সন্তানকে মাতৃস্নেহ দিয়ে মানুষ করা যায় তা প্রমাণ করলেন এক IAS অফিসার।

গাজিয়াবাদের মোদিনগরের SDM সৌম্যা পান্ডে এমনটাই প্রমাণ করলেন। এই IAS অফিসার নিজের সন্তানকে জন্ম দেওয়ার ২২ দিনের মধ্যে নিজের ডিউটিতে প্রত্যাবর্তন করলেন। আর প্রত্যাবর্তন করলেন ওই ২২ দিনের শিশুকে কোলে নিয়েই। তার এমন উদাহরণও ডিউটি এবং মাতৃত্বের অদ্ভুত মেলবন্ধন তৈরি করল। যার পরেই ওই IAS অফিসারের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ২০১৭ ব্যাচের এই IAS অফিসারকে মাতৃত্বকালীন নিজের দায়িত্বে অবিচল থাকতে দেখে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল নাগরিকরা।

সৌম্যা পান্ডে বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের সন্তানকে জন্ম দিয়েছেন। যে সময় পরিস্থিতির মোকাবিলায় স্বাভাবিকভাবেই যেকোনো সরকারি আধিকারিকদের কাজের চাপ অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি। যে কারণে এই মহামারী ঠেকাতে তিনি নিজের দায়িত্ব থেকে দূরে থাকতে চাইছেন না। আবার অন্যদিকে নিজের সন্তানকে দূরে রেখেও কাজে মন আসছে না। যার পরেই কাজ এবং নিজের ২২ দিনের সন্তান দু’জনকেই সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যে।

তবে তিনি যখন সন্তানকে সঙ্গে নিয়ে নিজের অফিসে কাজে বসেছেন তখন বর্তমান পরিস্থিতির বিচারে সুরক্ষার দিকটিও ভাবাচ্ছে তাকে। যে কারণে তার অফিসে আসা প্রতিটি ফাইল স্যানিটাইজ করছেন বারবার, যাতে করে ওই খুদের কোনরকম ক্ষতি না হয়।