ঘোষিত হলো T-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি, জেনে নিন কোন কোন দিন ভারতের খেলা

নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের দাদামা বাজিয়ে খেলার সূচি ঘোষণা করল আইসিসি। আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ই অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ, খেলা চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে দুই ভাগে ভাগ করে শুরু করতে চলেছে আইসিসি।

প্রথম পর্যায়ের খেলা শুরু হবে ১৮ই অক্টোবর এবং তা শেষ হবে ২৩ শে অক্টোবর। মূল পর্বের খেলা শুরু হবে ২৪ শে অক্টোবর। যেখানে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো খেলবে। ১৮ ই অক্টোবর থেকে শুরু হওয়া প্রাথমিক পর্যায়ের খেলায় যোগ্যতা অর্জন করে বাকি দলকে মূল পর্বে উঠতে হবে। যেখানে গ্রুপ এ-তে শ্রীলঙ্কাকে রেখে জুড়ে দেওয়া হয়েছে আরও তিনটে যোগ্যতা অর্জনকারী দলকে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে তিনটি দল।

মূল পর্বের খেলা :

  • ২৪ শে অক্টোবর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
  • ২৯ শে অক্টোবর – ভারত বনাম গ্রুপ এ থেকে মূল পর্বে সুযোগ পাওয়া দ্বিতীয় দল
  • ১ লা নভেম্বর – ভারত বনাম ইংল্যান্ড
  • ৫ ই নভেম্বর – ভারত বনাম গ্রুপ বি থেকে যোগ্যতা অর্জনকারী প্রথম দল
  • ৮ ই নভেম্বর – ভারত বনাম আফগানিস্তান।

ফাইনাল – ১৫ই নভেম্বর।