দেরি হলে জরিমানা ১২০০ টাকা, ক্রেডিট কার্ডের নয়া নিয়ম এই ব্যাঙ্কের

নিজস্ব প্রতিবেদন : ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জরুরী এবং উপকারী একটি কার্ড। নিজেদের শখ-আহ্লাদও পূরণ করার পাশাপাশি জরুরী কালীন অবস্থায় এই ক্রেডিট কার্ড অত্যন্ত উপকারে আসে। তবে ক্রেডিট কার্ড থেকে খরচ করা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয়। সেই টাকা সময়ে ফেরত দিতে না পারলে জরিমানা গুনতে হয় গ্রাহকদের।

এই নিয়ম দীর্ঘদিন ধরে থাকলেও এবার এই নিয়মের পরিবর্তন আনতে চলেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ক্রেডিট কার্ডের টাকা দেরিতে জমা দেওয়ার ক্ষেত্রে যে বাড়তি চার্জ অর্থাৎ জরিমানা গুনতে হয় তার নিয়মে পরিবর্তন করলো এই ব্যাঙ্ক। নতুন নিয়ম জারি হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

নতুন নিয়ম অনুসারে বলা হয়েছে, প্রতিটি কার্ডে ক্যাশ অ্যাডভান্সের ক্ষেত্রে ২.৫ শতাংশ ট্রানজেকশন ফি হিসাবে ধরা হবে। এই ট্রানজেকশন ফি ন্যূনতম ৫০০ টাকা হবে। এর পাশাপাশি চেক রিটার্ন অথবা অটো ডেবিটের ক্ষেত্রে ২% চার্জ নেওয়া হবে। সেই অঙ্কটা হবে ন্যূনতম ৫০০ টাকা।

এর পাশাপাশি এমারেল্ড বাদে সব কার্ডের কার্ডের ক্ষেত্রে দেরিতে টাকা জমা করার জন্য লেট ফি হিসাবে যা নেওয়া হবে তা জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে ১০০ টাকার নিচে টাকা বাকি থাকলে লেট ফী হিসাবে কোনো জরিমানা করা হবে না।

তবে এর উপরে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বাকি থাকে তাহলে লেট ফি হিসাবে নেওয়া হবে ১০০ টাকা। ৫০১ টাকা থেকে ৫০০০ টাকার পর্যন্ত লেট ফি হিসাবে নেওয়া হবে ৫০০ টাকা। ৫,০০১ টাকা থেকে ১০,০০০ টাকা বাকি থাকলে লেট ফি লেট ফি হিসাবে দিতে হবে ৭৫০ টাকা। ৫০০০০ টাকা পর্যন্ত বাকি থাকলে লেট ফি হিসাবে নেওয়া হবে ১০০০ টাকা গুনতে হবে। ৫০০০০ টাকার বেশি বাকি থাকলে লেট ফি হিসাবে নেওয়া হবে ১,২০০ টাকা।