রান্না গ্যাস সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৫০ টাকা ছাড়, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বেড়েই চলেছে গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। বর্তমানে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পৌঁছে গেছে স্থান বিশেষে ৭২০ থেকে ৭৪৩ টাকার বেশি। আর এই মুহূর্তেই সুখবর রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নিশ্চিত ৫০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে নির্দিষ্ট পদ্ধতি মেনে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করলে।

রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার সময় গ্রাহকরা যদি ICICI Bank-এর পকেটস ওয়ালেটের মাধ্যমে বুকিং এবং পেমেন্ট করে থাকেন তাহলে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে এই ৫০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। তবে ছাড় পেতে নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে গ্রাহকদের।

ICICI Bank-এর পকেটস ওয়ালেটের তরফ থেকে জানানো হয়েছে, এই সুবিধা কেবলমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা জানুয়ারি মাসে প্রথম বারের জন্য ICICI Bank-এর পকেটস ওয়ালেট থেকে রান্নার গ্যাস বুকিং করবেন এবং বিল পেমেন্ট করবেন। ছাড় দেওয়া হবে ১০ শতাংশ তবে সর্বোচ্চ ৫০ টাকা। এই অফার চলবে জানুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত।

গ্যাস বুকিং করার পদ্ধতি

১) রান্নার গ্যাস বুকিং করার জন্য গ্রাহকদের ICICI Bank-এর পকেটস ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং অ্যাকাউন্ট করে নিতে হবে।

২) অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর Pay Bill অপশন বেছে নিতে হবে। সেখানে Choose Billers-এ More-এর অপশনে ক্লিক করতে হবে।

৩) যেখানে রান্নার গ্যাস বুকিং করার অপশন পাওয়া যাবে।

৪) এখন রান্নার গ্যাস বুকিং করার অপশনে ক্লিক করে বেছে নিতে হবে আপনার গ্যাস সরবরাহকারী সংস্থার নাম, দিতে হবে কনজিউমার নম্বর, ডিস্ট্রিবিউটার আইডি, মোবাইল নম্বর।

৫) এরপর দিতে হবে প্রোমো কোড ‘PMRJAN2021’।

৬) এরপর আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তা সিস্টেমের মাধ্যমে বলে দেওয়া হবে। সেই নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে।

৭) পেমেন্ট করার ১০ দিনের মধ্যেই গ্রাহকের ওয়ালেটে ১০% ক্যাশব্যাক সর্বোচ্চ ৫০ টাকা জমা হয়ে যাবে।