এই ৫টি কাজ করলেই বাতিল পরীক্ষা, ৩ বছর বসতে পারবে না উচ্চমাধ্যমিকে

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ শনিবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত দু’বছর ধরে এই পরীক্ষা না হওয়ার পর নতুন উদ্যমে শুরু হতে চলেছে এই পরীক্ষা। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে বসে পরীক্ষা দেবে, যা ঐতিহাসিক সিদ্ধান্ত। তবে তা হলেও বিধি নিষেধ সম্পর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোনরকম খামতি রাখতে চায় না। এই পরীক্ষা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল নিয়ম জারি করেছে তাতে এই ৫টি কাজ করলেই এই বছরের পরীক্ষা বাতিল তো হবেই, উপরন্তু আগামী ৩ বছর ওই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না।

১) কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।

২) নিজের স্কুল ভেবে কোনো পরীক্ষার্থী যদি টোকাটুকি করতে গিয়ে ধরা পড়েন তাহলে সে কিন্তু ছাড় পাবে না। কারণ নিজের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হলেও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই অবস্থায় কেউ যদি ধরা পড়ে তাহলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।

৩) কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর বাস শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ করলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।

৪) পরীক্ষাকেন্দ্রে যদি কোনো পরীক্ষার্থী ভাঙচুর করে থাকে তাহলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।

৫) কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নপত্রের দুটি অংশের লেখা উত্তর অর্থাৎ পার্ট-এ এবং পার্ট-বি জমা না করে বাড়ি চলে যায় অথবা অতিরিক্ত শিট জমা না করে বাড়ি চলে যায় তাহলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।

‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ যে পরীক্ষার্থীর উপর লাগু করা হয় এবং যিনি করেন তাদের দু’জনকেই ইনভিজিলেটরকে কমিটির সামনে বসানো হবে। এরপর সেই কমিটি সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে পরীক্ষা বাতিল ছাড়াও ওই পরীক্ষার্থীর সর্বোচ্চ তিন বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়।