আগামী সোমবার থেকে মাস্ক ব্যবহার না করলেই আইনি পদক্ষেপ, কড়া বার্তা পুলিশের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা আবহে দেশ যখন আনলক পর্যায়ে ঠিক সে সময় উত্তরোত্তর বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। আর এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে ওয়াকিবহাল মহলের অনেকেই সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করছেন। যেখানে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে কাজের জায়গায় এবং প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে বিপুল সংখ্যক মানুষকে এই সকল নির্দেশিকা লঙ্ঘণ করতে লক্ষ্য করা যাচ্ছে। এমনকি সরকারিভাবে বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করা হলেও তা মানতে দেখা যাচ্ছেনা অধিকাংশ মানুষকে। আর এ জায়গায় এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের বীরভূম পুলিশ।

Advertisements

Advertisements

ইতিমধ্যেই গত এক সপ্তাহে যে সকল মানুষ বাড়ির বাইরে মাস্ক না পরে বের হয়েছিলেন তাদের থেকে মুচলেকা লেখানো হয়েছে বীরভূম পুলিশের তরফ থেকে। মুচলেকা লেখানো হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য। আর এরকম মুচলেকা লিখে একই ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলার প্রায় ৪,০০০ মানুষ। আর এর পরেই বীরভূম পুলিশের তরফ থেকে আরও কড়া পদক্ষেপ হিসাবে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে যে সকল ব্যক্তিরা মাস্ক না পরে রাস্তায় বের হবেন তাদের বিরুদ্ধে বীরভূম পুলিশের তরফ থেকে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements

বীরভূম পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বিগত এক সপ্তাহে যারা বিনা মাস্কে বাড়ির বাইরে বেরিয়েছেন, ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেরকম আনুমানিক ৪০০০ লোকের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। যেখানে উক্ত ব্যক্তিগণ অঙ্গীকার করেছে ভবিষ্যতে ঘটনাটির পুনরাবৃত্তি ঘটলে তাদের বিরুদ্ধে কঠোরতর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আগামী সোমবার থেকে যে বা যারা মাস্ক না পড়ে রাস্তায় বের হবে বীরভূম জেলা পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।
সকল নাগরিকের কাছে আবেদন আপনারা মাস্ক পড়ুন, সরকারি নিয়মাবিধি মেনে চলুন।”

বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশের মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছে গেছে ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৭ তে। অন্যদিকে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা ৩৮ হাজার ১১। পাশাপাশি বীরভূম জেলায় মোট সংক্রমণের সংখ্যা ৩৫২। গত ২৪ ঘন্টায় বীরভূমে তিনজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে যদি সাধারণ মানুষ সরকারি নির্দেশাবলী এবং স্বাস্থ্যবিধি মেনে না চলেন তাহলে সংক্রমণ আরও দ্রুত বৃদ্ধি পাবে।

Advertisements