রমরমিয়ে চলছে অবৈধ বালি কারবার, অভিযোগ মদতে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা

নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন বেআইনী বালির কারবার চলছে রমরমিয়ে। পুলিশকে জানিয়েও কোনো কাজ হয় নি বলে অভিযোগ। অগত্যা বুধবার সকালে গ্রামবাসীরা মিলে বালির গাড়ি আটকে বিক্ষোভে সামিল হয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নং ব্লকের পার্বতিপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বেশ কয়েকটি সংসদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের মদতেই চলছে এই কারবার। গ্রামবাসীদের দাবি, এই কারবার বন্ধ করতে হবে। এদিন সকাল থেকেই গ্রামবাসীদের এই বিক্ষোভের জেরে এলাকায় ছড়ায় উত্তেজনা। একের পর এক বালির ট্রাক্টর আটকে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে গ্রামবাসীদের শান্ত করেন তারা।

মূলত অবিনাশপুর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া বক্রেশ্বর নদীগর্ভ থেকে অবৈধভাবে এই বালি তোলার অভিযোগ গ্রামবাসীদের। হাটইকরা থেকে হরিশপুর পর্যন্ত নদীগর্ভে এই অবৈধ কারবার চলছে বলে জানায় গ্রামবাসীরা। হরিশপুরের ২ টি ঘাট, পার্বতীপুর মৌজার ৩ টি ঘাটে চলছিল বেলাগাম বেআইনি বালি তোলার কাজ। অভিযোগ, অবিনাশপুর পঞ্চায়েতের তৃণমূলের বেশ কয়েকজন নেতার মদতে চলছে এই বালিঘাটগুলিতে চালানহীন বেআইনি বালি তোলার কাজ।

যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি, সবই মিথ্যা। ওরা আমাদের এরকম কোনো কারবারের সাথে আমরা যুক্ত নয়। অযথায় আমাদের বদনাম করা হচ্ছে।