অসম্ভবকে সম্ভব করাই হলো মানুষের কাজ। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল (Viral Video) সেরকমই এক ঘটনা। রাস্তায় নয়, বাইক চলল মাঝনদীতে (Riding on a bike goes on the River)। বাঁশের সেতু দিয়ে নেমে এক যুবক বাইক চালিয়ে পৌঁছে গেল মাঝনদীতে। যা দেখে অবাক নেটজনতা। তোলপাড় নেটমহল। কি করে সম্ভব? প্রশ্ন উঠেছে নেট নাগরিকদের মনে।
বর্তমান সময়ে বিনোদন জগতের এক অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া (Social Media)। যেখানে প্রান্তের কোণার খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যা মানুষকে মনোরঞ্জন করছে, আবার বাকরুদ্ধও করছে। সম্প্রতি সেরকমই এক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে বাকরুদ্ধ হয়েছেন নেটজনতা।
ভিডিওটিতে দেখা যায় নদীর সাথে মিশে রয়েছে একটি বাঁশের সেতু। যার উপরের অংশের কিছুটা ডাঙ্গার দিকে রয়েছে। আর সেই জায়গায় বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে এক যুবক। যুবকের মাথায় রয়েছে হেলমেট, পিঠে ব্যাগ, খালি পা। তারপরেই দেখা যায় হঠাৎ করে বাইক চালু করে নদীতে নেমে পড়েন ওই যুবক। তারপরে যুবক যা কান্ড ঘটালেন তা দেখে অবাক নেট নাগরিক।
সাধারণভাবে রাস্তায় যেমন বাইক চালানো হয় সেরকমভাবে বাইক চালিয়ে ওই যুবক পৌঁছে যান মাঝনদীতে। যা দেখে আঁতকে উঠেছেন নেটজনতা। নেটমহলে প্রশ্ন উঠেছে কিভাবে সম্ভব? ওই মাঝনদীতে কোনো রাস্তা রয়েছে, যা ওই যুবকের চেনা? যদিও থেকে থাকে তবুও ওই হাঁটু পর্যন্ত ঘোলা জলে কিভাবে বাইক চালিয়ে যাওয়া সম্ভব যুবকের? অন্যদিকে প্রশ্ন উঠেছে যাওয়ার পথে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যেত তাহলে?
The perfect example of "Where there is a will there's a way"
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt— MotorOctane (@MotorOctane) April 6, 2023
ভিডিওটি নেটদুনিয়ায় পোস্ট হয়েছে “মোটরঅক্টেন” নামক টুইটার (Twitter) অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ইচ্ছা থাকলে উপায় হয়, এই ঘটনা তার প্রকৃত উদাহরণ। ভেবেছেন কখনো এভাবে বাইক চালানোর কথা? ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। তবে এই ভিডিওটি কতটা সত্য তা জানা যায়নি।