সন্তানকে সমস্ত বিপদ থেকে আগলে রাখাই হলো বাবাদের কর্তব্য। বাবারা যেকোনো বিপদে সবসময় সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। তারা সন্তানদের গায়ে কোনরকম আঁচড় কাটতে দেন না। সোশ্যাল মিডিয়াতে প্রায় আমরা অনেক ভিডিয়ো (Viral Video) দেখি, যেখানে বাবা ও সন্তানের ভালোবাসা ফুটে ওঠে। শিশুকে বিপদ থেকে রক্ষা করতে নিজের জীবন বিসর্জন দিতেও পিছপা হন না বাবারা।
সোশ্যাল মিডিয়াতে সন্ধান পাওয়া গেল তেমনি এক বাবার। এ বছরের শ্রেষ্ঠ বাবার (Father) পুরস্কারটি হয়তো তিনি জিতে নিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে কোলের সন্তানকে (Baby) পড়ে যাওয়া থেকে বাঁচালেন তার বাবা। ভিডিয়োটি বিশাল আকার ধারণ করেছে গোটা নেটদুনিয়া জুড়ে।
বাবা তার স্কুটারে ছোট্ট শিশুকে কোলে নিয়ে খেলা করছিলেন, এমন সময়ে পা হড়কে তিনি স্কুটার থেকে পড়ে যান। তিনি এতটা বেপরোয়াভাবেই পড়লেন যে তাতে বাচ্চাটাও পড়ে যেতে পারত এবং খুব ভয়ংকর ভাবে আঘাতও পেত শিশুটি। কিন্তু সেরকম হলনা, কারণ স্বয়ং বাবা তখন শিশুর রক্ষা কর্তা। নিজে পড়ে গিয়েও তিনি সন্তানকে এমনই ভাবে বাঁচালেন, তা দেখে যে কারও চক্ষু চড়কগাছ।
বাবা যেনো কোনো সিনেমার হিরোর মত তার সন্তানকে বাঁচালেন। বাবার কাছে সন্তানটি যেনো তখন একটা ক্রিকেট বল। ক্রিকেটাররা যেভাবে ফিল্ডিং করেন, একটা ছয়কে আটকাবার জন্য প্রাণপণ চেষ্টা করেন,ঠিক সেভাবেই বাবা তাঁর সন্তানকে ক্যাচ হিসাবে লুফে নিয়েছিলেন। ব্যালেন্স হারিয়ে যে তিনি পড়েগেছিলেন তা ভিডিওটি (Viral Video) দেখে বেশ পরিস্কার।
Great job, Daddy! Your reflexes are fantastic! pic.twitter.com/SNTph0UBUc
— Tansu YEĞEN (@TansuYegen) April 13, 2023
শক্ত কংক্রিটের ফ্লোরে পড়ে বাচ্চাটি আদৌ বাজুক কিনা সেটা কিন্তু বড় প্রশ্ন। তবে যার কাছে রক্ষাকর্তা বাবা আছে তার কিসের চিন্তা। এই জনপ্রিয় ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে Tansu YEĞEN নামক একটি পেজ থেকে। ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে প্রায় ১.২ মিলিয়ন। অনেক মানুষ ভিডিওটি (Viral Video) দেখে কমেন্ট করেছেন। সমগ্র নেট দুনিয়াতে যেন ঝড় তুলে দিয়েছে ভিডিওটি। বাবা হিসেবে ব্যাক্তিটি সমস্ত বিশ্বের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন।