১ টাকার ডাক্তার সুশোভন ব্যানার্জির সম্মানার্থে বোলপুরে ফের ১ টাকায় চিকিৎসা

নিজস্ব প্রতিবেদন : এক টাকার ডাক্তার (One Rupee Doctor) হিসাবে পরিচিত ছিলেন বোলপুরের স্বনামধন্য চিকিৎসক সুশোভন ব্যানার্জি (Dr. Sushovan Banerjee)। বিদেশ থেকে পড়াশোনা করে এসে চিকিৎসায় গোল্ড মেডেলিস্ট পেয়েও তিনি বোলপুরের দুস্থ দরিদ্র মানুষদের জন্য দীর্ঘদিন ধরেই এক টাকায় চিকিৎসা চালাতেন। ১ টাকায় চিকিৎসা চালানোর জন্য তার নামডাক কেবলমাত্র বোলপুরের গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সুশোভন ব্যানার্জি তার এই পরিষেবার জন্য ভারত সরকারের তরফ থেকে পেয়েছিলেন পদ্মশ্রী।

তবে চিকিৎসক সুশোভন ব্যানার্জি ২০২২ সালের ২৬ জুলাই ৮৩ বছর বয়সে প্রয়াত হন। তার প্রয়াত হওয়ার সঙ্গে সঙ্গেই থমকে যায় বোলপুরের হরগৌরিতলায় ১ টাকায় চিকিৎসা। দীর্ঘ সাত মাস এক টাকায় চিকিৎসা পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে নতুন করে শুরু হল বোলপুরে এক টাকায় চিকিৎসা। প্রয়াত চিকিৎসক সুশোভন ব্যানার্জিকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনদরদী চিকিৎসককে সম্মান জানানোর জন্য বোলপুরের একটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে এমন পরিষেবা চালু করা হলো। বোলপুরের হরগৌরিতলাতেই এক টাকার বিনিময়ে চিকিৎসা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এক টাকার বিনিময়ে চিকিৎসা প্রদান করার জন্য সমস্ত খরচ বহন করবে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল।

বেসরকারি ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক অরুণাংশু গাঙ্গুলি জানিয়েছেন, এবার থেকে এক টাকাতেই চিকিৎসা পাবেন এখানে যারা চিকিৎসা করাতে আসবেন তারা। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রয়াত চিকিৎসক সুশোভন ব্যানার্জির ক্লিনিক এবং থাকার ঘরটিকে লাইব্রেরি ও আর্কাইভের রূপ দেওয়া হয়েছে।

চিকিৎসক সুশোভন ব্যানার্জি দীর্ঘ ৫৮ বছর ধরে এই ভাবেই মাত্র এক টাকায় চিকিৎসা দিয়ে আসতেন। এমনকি তিনি খুব অসুবিধায় না পড়লে তার চিকিৎসা বন্ধ করতেন না। তার কাছে চিকিৎসা পেয়ে বহু দুষ্ট দরিদ্র মানুষ অনেক উপকৃত হয়েছেন। আর ফের একবার এইভাবে এক টাকায় চিকিৎসা চালু হওয়ার ফলে নতুন করে হাসি ফুটল এলাকার দুস্থ-দরিদ্র মানুষদের মুখে।