করদাতাদের জন্য দারুণ খবর, ট্যাক্স দেওয়া থেকে রিফান্ড সব হবে এই নতুন অ্যাপে

নিজস্ব প্রতিবেদন : করদাতারা যাতে সহজেই নিজেদের কর দিতে পারেন তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সুবিধা প্রদানের জন্য আগেই তাদের ওয়েবসাইটে বিভিন্ন পরিবর্তন আনা হয়। আর এবার এই ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে আনা হলো নতুন একটি অ্যাপ।

কেন্দ্রের তরফ থেকে করদাতাদের সুবিধার জন্য নতুন যে অ্যাপটি আনা হয়েছে সেই অ্যাপে কর প্রদান থেকে রিফান্ড সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের তথ্য, যেগুলির জন্য করদাতাদের ছোটাছুটি করতে হতো তাও আর করতে হবে না। মোটের উপর কেন্দ্রের তরফ থেকে করদাতাদের জন্য নতুন অ্যাপ এনে সুখবর দেওয়া হল।

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন যে অ্যাপটি আনা হয়েছে তার নাম হলো AIS for Taxpayers। গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই অ্যাপটি উপলব্ধ রয়েছে। নতুন এই অ্যাপটির মাধ্যমে করদাতাদের কাজ আরও সহজ হয়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। নতুন এই অ্যাপ ইনস্টল করার পর তাতে লগইন করার জন্য গ্রাহকদের প্রথমেই নিজেদের প্যান কার্ড নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

এরপর পরবর্তী পর্যায়ে গ্রাহকদের নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে। মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর দিতে হবে চার ডিজিটের পিন। অ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন এমন কিছু তথ্য যা এর আগে দেখার জন্য আপনাদের কারোর ওপর নির্ভরশীল হতে হতো।

নতুন এই অ্যাপটিতে লগইন করার পর করদাতারা এক ক্লিকে দেখে নিতে পারবেন টিডিএস, টিসিএস, রেট, শেয়ার লেনদেন, ট্যাক্স পেমেন্ট, ইনকাম ট্যাক্স রিফান্ড সম্পর্কিত যাবতীয় তথ্য।