ফের আয়কর রিটার্নের সময়সীমা বাড়ালো কেন্দ্র সরকার

নিজস্ব প্রতিবেদন : দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও দু মাস বাড়ানো হলো। সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। এর আগে পর্যন্ত এই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ শে জুলাই।

চলতি সপ্তাহের বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইটার হ্যান্ডেলে লেখেন, “বর্তমান করোনা অতিমারির কথা মাথায় রেখে দেশের করদাতাদের স্বস্তি দেওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ অর্থ বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ শে জুলাই থেকে বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়েছে।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের এমন ঘোষণার পরেই আয়কর দপ্তরের তরফ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্পর্কিত এমন একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা এবং সাধারণ মানুষের অবস্থার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়াকিবহাল মহল। ওয়াকিবহাল মহলের বক্তব্য, কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তের ফলে দেশের করদাতারা সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি পেলেন।

প্রসঙ্গত, দেশে করোনা অতিমারির পর থেকে এই নিয়ে তিনবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩১ শে মার্চ সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০ শে জুন। পরে তা ফের বাড়িয়ে করা হয় ৩১ শে জুলাই। আর এবার তৃতীয়বার এই সময়সীমা বাড়িয়ে করা হলো সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ।