অকাল দিওয়ালি বাংলায়, অনূর্ধ্ব-১৯ টি-২০ মহিলা বিশ্বচ্যাম্পিয়ন দলে তিনজনই বঙ্গকন্যা

নিজস্ব প্রতিবেদন : প্রথম অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপে (U19 Women’s World Cup) ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। ভারতীয় দলের অনবদ্য পারফরমেন্সের সামনে ফাইনালে দুমড়ে মুচড়ে যেতে দেখা গেল ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে দুমড়ে মুচড়ে দেওয়ার এই ভারতীয় দলে উল্লেখযোগ্য হবে রয়েছেন তিনজন বঙ্গকন্যা।

প্রথম অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয় রবিবার। এই ম্যাচে ভারত টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতীয় মহিলা দলের অনবদ্য বোলিং এবং ফিল্ডিংয়ের সামনে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সেই রান তারা করতে নেমে ১৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।

তবে এই ম্যাচ শেষ হতেই অকাল দিওয়ালি শুরু হয় বাংলায়। কারণ এই ম্যাচে যারা ভারতের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন হাওড়ার, একজন শিলিগুড়ির এবং আরেকজন হুগলির। ভারতীয় দলের তিন জনের এমন বাঙালি উপস্থিতি বাংলা জুড়ে উৎসবের বাতাবরণ তৈরি করেছে।

বঙ্গকন্যা হিসেবে হাওড়ার হৃষিতা বসু, শিলিগুড়ির রিচা ঘোষ এবং হুগলির চুঁচুড়ার তিতাস সাধু আলাদাভাবে নজর কেড়ে নিয়েছেন। এই ম্যাচে ম্যাচের সেরা হন তিতাস সাধু। এই তিনজনের এমন অনবদ্য পারফরমেন্সের জন্য আজ গোটা বাংলা গর্বিত। তবে শুধু বাংলা নয়, দেশের মানুষ তাদের জন্য গর্বিত হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে শুভেচ্ছা বার্তা।

অনূর্ধ্ব ১৯ মহিলা দলের এমন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন মহল। বিসিসিআই ইতিমধ্যেই এই মহিলা দলের জন্য পাঁচ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে।