বাজপাখিকে হার মানাল সুন্দর, দুর্ধর্ষ এই ক্যাচের ভিডিও না দেখলে মিস

নিজস্ব প্রতিবেদন : ওয়ানডের পর এবার শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই অলরাউন্ডারের ভূমিকা কেমন হতে পারে তা দেখালেন ওয়াশিংটন সুন্দর। রাঁচিতে আয়োজিত প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং থেকে শুরু করে ফিল্ডিং সবক্ষেত্রেই আলাদা নজির তৈরি করেছেন ওয়াশিংটন সুন্দর।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দর যেভাবে নিজের পারফরম্যান্স দেখিয়েছেন তাতে খেলা তার বিরুদ্ধে নিউজিল্যান্ডের হচ্ছিল বলেই মনে করা হচ্ছে। এমনকি তার পারফরমেন্স দেখে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষে বলেই দেন, “ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ নয়, মনে হচ্ছিল সুন্দরের বিরুদ্ধে নিউজিল্যান্ডের খেলা হচ্ছে।”

এই ম্যাচের সুন্দর চার ওভার বল করে দুটি উইকেট তুলে নেন ২২ রানের বিনিময়ে। ব্যাটিংয়ের সময়ও তার ঝড়ো ইনিংস দেখা যায়। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির মাধ্যমে। তবে শুধু ব্যাটিং, বোলিং নয়। এর সঙ্গে সঙ্গে তাকে অনবদ্য পারফরম্যান্স দেখাতে দেখা যায় ফিল্ডিংয়ের সময়ও।

প্রথম ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন ওয়াশিংটন সুন্দর। তিনি যখন বল করছিলেন সেই সময় চাপম্যানকে তিনি প্রাভিলনে ফেরান কট এন্ড বোল্ড করে। এই ক্যাচটি যেভাবে সুন্দর তালু বন্দি করেছেন তা তিনি বাজপাখি কেউ হার মানিয়েছেন।

ওই ওভারের ৪.৬ বলে সদ্য ক্রিজে আসা চেপম্যান ডিফেন্সিভ খেলার চেষ্টা করেন। কিন্তু বল পিছিয়ে পড়ার পর লাফিয়ে যায় এবং বল পেটে লেগে ওয়াশিংটনের ডানদিকে উড়ে শূন্যে ভাসে। সেই বল বাজ পাখির মত ছোঁ মেরে তালবন্দি করতে দেখা যায় ওয়াশিংটন সুন্দরকে। তবে এই ম্যাচে সুন্দরের পারফরম্যান্স চোখে পড়ার মতো হলেও নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারতে হয় ভারতকে।