নিজস্ব প্রতিবেদন : চিনকে নতুন করে প্রত্যাঘাত দিতে ভারত সরকারের তরফ থেকে ফের একবার ডিজিটাল স্ট্রাইক চালানো হলো। ভারত সরকারের তরফ থেকে সোমবার এক ধাক্কায় আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হলো। পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে এই সকল অ্যাপগুলি ছাড়াও কেন্দ্র সরকারের নজরে রয়েছে আরও ৩৭৫টি অ্যাপ। আর এই ২৭৫টি অ্যাপের তালিকা রয়েছে ভারতে বিপুল জনপ্রিয় পাবজি ও লুডোর মত অ্যাপও। ভারত সরকারের তরফ থেকে নজরে থাকা প্রতিটি অ্যাপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেজিং সরকারকে তথ্য প্রদান করার।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নতুন করে যে ৪৭টি অ্যাপ ভারত সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলি আগের ৫৯টি অ্যাপের ক্লোন। যদিও নতুন করে নিষিদ্ধ করা অ্যাপগুলির তালিকা এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি, তবে জানা গিয়েছে এই তালিকা খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। এএনআই জানিয়েছে, “ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে জুন মাসে ভারতে নিষিদ্ধ হওয়া আগের ৫৯টি অ্যাপের ক্লোন অ্যাপগুলির ৪৭টি ক্লোন অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ হওয়া এই ৪৭টি অ্যাপের মধ্যে রয়েছে Tiktok Lite, Helo Lite, SHAREit Lite, BIGO LIVE Lite and VFY Lite।”
দেশের নিরাপত্তা ও সার্বভৌমিকতার কথা মাথায় রেখে জুন মাসের ২৯ তারিখ টিকটক ৫৯টি চিনা অ্যাপ ভারত সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপরেও দেখা গেছে এই সকল অ্যাপগুলির ক্লোন এবং লাইট ভার্সন চলছিল রমরমিয়ে। আর যে গুলির বিরুদ্ধেও তথ্য প্রচারের মত অভিযোগ রয়েছে। এছাড়াও ভারত সরকারের নজরে যে সকল অ্যাপগুলি রয়েছে সেগুলির সংস্থাদের সাথে গাঁটছড়া বেঁধে চালনা করে বেজিং। এমনকি এই সকল অ্যাপের সার্ভার রয়েছে চীনের বিভিন্ন প্রদেশে। ভারতে বিপুল প্রচলিত পাবজি গেমের চালনা করে চীনের সংস্থা টেনসেন্ট।
Ministry of Electronics and Information Technology bans 47 apps which were variants and cloned copies of the 59 Chinese apps that were banned in June. These banned clones include Tiktok Lite, Helo Lite, SHAREit Lite, BIGO LIVE Lite and VFY Lite. pic.twitter.com/oWHmAmoWlr
— ANI (@ANI) July 27, 2020
গত জুন মাসের ১৫ তারিখ পূর্ব লাদাখের গাল ওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনকে রুখে দিতে ভারতীয় সেনারা জবাব দেয়। আর যে ঘটনায় দুই দেশের সেনা সংঘাতে শহীদ হন দেশের ২০ জন সেনা জওয়ান। আর এর পরেই ভারতের নাগরিকরা চিনা পণ্যের ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকেও চিনকে শিক্ষা দিতে একের পর এক চিনা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হওয়া নানান বরাত বাতিল করে। এরপর শুরু হয় ডিজিটাল স্ট্রাইক যে স্ট্রাইকে প্রথম দফায় ৫৯টি পরে আরও চারটি এবং বর্তমানে আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে।