এবার এক ট্রেনেই ভ্রমণ হবে ভারত থেকে ভুটান, নয়া উদ্যোগ ভারতীয় রেলের

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল হল ভারতীয়দের কাছে গণ পরিবহনের মেরুদন্ড। প্রতিদিন এই রেল পরিষেবার ওপর নির্ভর করে কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে থাকেন। জরুরী কাজ হোক অথবা অন্য কোন কারণে ট্রেনের উপরে নির্ভরশীল হতে দেখা যায় অধিকাংশ মানুষকে।

আসলে ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে একাধিক সুবিধা পান যাত্রীরা। প্রথম সুবিধা হল অন্যান্য যানবাহনে যাতায়াত করার পরিবর্তে ট্রেনে যাতায়াত করলে খরচ অনেক কম হয়। এছাড়াও রয়েছে আরামদায়ক সফর এবং সুবিধা অসুবিধা সম্পর্কিত নানান পরিষেবা। এবার ভারতীয় রেল ভ্রমণ পিপাসুদের জন্য এমন এক উদ্যোগ নিল যাতে একটি ট্রেনেই ভ্রমণ করা যাবে ভারত থেকে ভুটান।

ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে বাংলাদেশ ট্রেন পরিষেবা চালু করেছে। ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবা চালু হওয়ার পাশাপাশি ট্রেন পরিষেবা চালু হচ্ছে নেপালের ক্ষেত্রেও। আর এবার এই ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ভুটান পর্যন্ত। ইতিমধ্যেই এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে এবং কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, এই রেল পরিষেবা দ্রুত চালু করার জন্য Northeast Frontier Railway (NFR)-কে প্রাথমিকভাবে একটি সমীক্ষা করার কথা বলা হয়েছে। অতি দ্রুত এই সার্ভে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। ৫৭.৫ কিলোমিটারের এই রেলপথ তৈরির জন্য প্রয়োজন এক হাজার কোটি টাকা। তবে ভারত ভুটান রেল পরিষেবা চালু করার জন্য এই চুক্তি অনেক পুরাতন।

ভারত-ভুটান রেল পরিষেবা চালু করার জন্য দুই দেশের মধ্যে এই চুক্তি হয় ২০০৫ সালে। তবে চুক্তি হলেও সেই ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চুক্তির ১৭ বছর পর বর্তমানে এই রেল পরিষেবা চালু করার জন্য ব্যস্ততা শুরু করেছে ভারতীয় রেল। সূত্রের খবর, এই গোটা পথ জুড়ে ব্রডগেজ রেল পাতার পরিকল্পনা করা হচ্ছে। অসমের কোকরাঝাড় থেকে ভুটানের সামদ্রুপজংখা পর্যন্ত একটি রেল পথ তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।