করোনা সংক্রমণে ভারত ব্রিটেনকে টপকে বিশ্ব তালিকায় উঠে এলো চতুর্থ নম্বরে

নিজস্ব প্রতিবেদন : প্রথমদিকে স্থান অর্জন করা সবসময় যে আনন্দের হয় না তা এই মুহূর্তে প্রতিটি ভারতীয় অন্তরে অনুভব করছেন।দিনকে দিন ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বিষয়টি সত্যিই ভীষণ উদ্বেগের। একসময় করোনার আঁতুড়ঘর চীনকেও ছাপিয়ে গেছে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা। চীনকে পিছনে ফেলে ভারতে চলে আসে প্রথম দশটি দেশের মধ্যে। করোনা সংক্রমিতের সংখ্যা যত দিন দিন বেড়েছে, তত পিছনে পড়ে গেছে ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্সের মত করোনা সংক্রমিত দেশগুলি। আর এখন ব্রিটেনেকেও ছাপিয়ে গেলো ভারত। এইমুহুর্তে পুরো বিশ্বে কোভিড সংক্রমিতের নিরিখে বিচার করলে ভারতের স্থান চতুর্থ নম্বরে!

ভারতে এই মুহূর্তে চলছে পঞ্চম দফার লকডাউন। যা চলবে আগামী ৩০শে জুন অবধি। চতুর্থ দফার লকডাউন থেকেই ভারতে নাইট কার্ফু শুরু হয়ে গেছে। উল্লেখ্য গত ২৪ শে মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়। আজ দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় ধরে ভারতে লকডাউন চলছে। এত দীর্ঘ লকডাউন কোনো দেশেই চলেনি! তারপরেও ভারতে এই অবস্থা! এর পেছনে ঠিক কারণ কী?

ভারতের মানুষ এখনো সচেতন নন! আজও ভারতের খুব অল্প সংখ্যক মানুষ মাস্ক পরে বাইরে বেরোন অথবা সামাজিক দূরত্ব বজায় রাখেন! বেশিরভাগ মানুষই আজও মনে করেন করোনা তাদের কিছুই করতে পারবে না!ভারতের শিক্ষার হার কম থাকাও এর পিছনে একটি বড় কারণ। শিক্ষার অভাব, সচেতনতার অভাব, দায়িত্বজ্ঞানহীন নাগরিকের আচরণ, সর্বোপরি দেশের বিপুল জনঘনত্ব এর পেছনে মূলত দায়ী। ভারতের বেশিরভাগ মানুষই খেটে খাওয়া, দিন দরিদ্র মানুষ তাই কাজের জন্য তাদের বাইরে বের হতেই হয়!লকডাউনকে সবসময় মানা তাদের পক্ষেও সম্ভবপর নয়!ফলস্বরূপ সংক্রমিত সংখ্যা দিন দিন বাড়ছে।

সংক্রামিত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি ভারতের মহারাষ্ট্রে। সংক্রমণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মুম্বাইতে। এখানে সবচেয়ে বেশি রয়েছে কোভিড পজেটিভ মানুষের সংখ্যা। ভারতে এই মুহূর্তে করোনা সংক্রমিত ২,৯৭,৫৩৫। করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৯৮। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,৪৭,১৯৫ জন মানুষ।

সংক্রমিতের সংখ্যার বিষয়ে পিছিয়ে নেই ভারতের তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। ১লা জুনের পর থেকে প্রতিদিনই ৯০০০ হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছেন ভারতে। আর শুক্রবারের রিপোর্ট অনুযায়ী তা পৌঁছে গেল পায় ১১ হাজারের কাছাকাছি।

প্রসঙ্গত, করোনা সংক্রমিতের নিরিখে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। আর রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে।