করোনা তালিকায় বিশ্বে ৭ নম্বরে উঠে এলো ভারত, বেড়েই চলেছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন : ভারতে শুরু হয়েছে লকডাউনের পঞ্চম পর্ব। যাকে একই সঙ্গে বলা হচ্ছে ‘Unlock phase 1’। স্তব্ধ হয়ে যাওয়া দেশের অর্থনীতির গতি আনতেই আনা হয়েছে এই পরিকল্পনা। কিন্তু এর পাশাপাশি দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের রোগীর সংখ্যাও। বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় ১০ এর মধ্যে অনেক আগেই ঢুকে পড়েছে ভারত। এই মুহূর্তে করোনা সংক্রমণের সংখ্যার বিচারে ভারতের স্থান এখন সপ্তম।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ১লা জুন ভারতে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা এখন ১,৯০,৫৩৫। বিশ্বে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৬০ লক্ষের কাছাকাছি। মৃত্যুর সংখ্যা ৩,৬৭,২৫৫ (৩১শে মে অব্দি)।

সংক্রমণের শীর্ষ তালিকায় রয়েছে আমেরিকা। যেখানে ৩১ শে মে পর্যন্ত এই রোগের কবলে পড়েছেন ১৭,১৬,০৭৮ মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এখানে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৪,৫৬,১৬৬। তৃতীয় স্থানে রয়েছে রয়েছে রাশিয়া। সংক্রমণের সংখ্যা প্রায় ৪ লাখ পেরিয়ে গেছে। এরপর ইউনাইটেড কিংডম, পঞ্চম স্থানে স্পেন, ষষ্ঠ স্থানে ইতালি আর তারপরেই ভারত। সপ্তম স্থানের এই তালিকা ৩১শে মে পর্যন্ত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে। পিছনে পরে রইলো জার্মানি, তুর্কি, ইরান। তবে গোটা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ২৭,৭০,৫২৯ জন। এরপর যা আশার আলো দেখাচ্ছে বিশ্বের মানুষকে।

ভারতেও ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ রোগীর সংখ্যা। সোমবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৮৩৯২ জন। রবিবারই প্রথম দেশে সংক্রামিতের সংখ্যা একদিনে ৮০০০ ছাড়িয়েছে, সেদিন ছিল ৮৩৮০। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলি থেকে পরিযায়ী শ্রমিকদের দেশের বিভিন্ন প্রান্তে ফেরার কারণেই এই আক্রান্তের গ্ৰাফ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সেরে ওঠার পরিসংখ্যান ৪৮ শতাংশ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫৫০১ জন। ২৪ ঘন্টায় মারা গেছে ৮ জন। গড় মৃত্যুর হার ১৩ শতাংশ থেকে ৪.৬ শতাংশে নেমে এসেছে। সুস্থ হওয়ার সংখ্যা ৩৯.২ শতাংশ। যা প্রমাণ করছে প্রবল বিপদের আশঙ্কা কমছে রাজ্য সহ দেশজুড়ে। তবু কন্টেনমেন্ট জোন ছাড়াও অন্য এলাকাগুলিতে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার সতর্কবার্তা দিচ্ছেন বিজ্ঞানীরা।