পাড়ি দিবে চন্দ্রযান ৩, শিলমোহর দিলো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : গত বছর ২২ শে জুলাই সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয় চন্দ্রযান ২, যা চাঁদের অরবিটারে পৌঁছে যায় ২০ আগস্ট। ভারতের এই চন্দ্র অভিযান নিয়ে দেশবাসীর ছিলো তুমুল উত্তেজনা, শুধু দেশেই নয় বিশ্বজুড়ে ইসরোর তরফ থেকে ভারতের এই চন্দ্র অভিযান নিয়ে শোরগোল পড়ে যায়।এই অভিযানে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চিহ্নিত হয় যা চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করে। ৭ ই সেপ্টেম্বর তা চন্দ্রপৃষ্ঠে নামলেও ২.১ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রম পৃথক হয়ে ইসরোর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ফলে সেই চন্দ্র অভিযান পূর্ণ ভাবে সফলতা অর্জন করেনি। মন ভেঙে যায় কোটি কোটি ভারতবাসীর।

তবে হার মানেনি ইসরো। কেন্দ্রীয় মহাকাশ গবেষণা মন্ত্রকের প্ৰতিমন্ত্রী জীতেন্দ্র সিং ঘোষণা করেছেন যে ২০২০ সালেই আবারও চন্দ্র অভিযান করবে ইসরো। এবার উৎক্ষেপণ ঘটবে চন্দ্রযান ৩-এর। তবে শুধুই চন্দ্রযান ৩ না, সোলার মিশন ও গগনযানের প্রস্তুতিও সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছে ইসরো।

তিনি জানান, চন্দ্রযান ২ এর মিশনটি ব্যর্থ নয়, সেখান থেকে অনেককিছু শেখা গেছে। বিশ্বের এমন কোনো দেশ নেই যারা প্রথম চেষ্টায় পা রেখেছে চাঁদের মাটিতে। আমেরিকা অনেকবার চেষ্টা করেও সফলতা পায়নি, কিন্তু ভারত আরও কম চেষ্টাতেই অর্জন করবে সফলতা।

তিনি এও ঘোষণা করেন যে ২০২০ সালেই ইসরো করবে ল্যান্ডার ও রোভার মিশন। পরবর্তী চন্দ্র অভিযান বিশ্বের সামনে গর্বিত করবে ভারতকে, আশাবাদী ইসরো।