সুখবর, গ্রাহকদের জন্য নয়া পরিষেবার সাথে নয়া অ্যাপ আনলো Post Office

নিজস্ব প্রতিবেদন : প্রতিযোগিতার বাজারে এবার ডাকঘর অর্থাৎ Post Office প্রতিনিয়ত নিজের ভোলবদল করে চলেছে। অন্যান্য লেনদেনকারী সংস্থাগুলির মতো তারাও গ্রাহকদের সুবিধার্থে নয়া নয়া পরিষেবা নিয়ে আসছে। ঠিক তেমনি এবার তারা নয়া পরিষেবার সাথে নয়া অ্যাপ নিয়ে এলো। এই নতুন অ্যাপে গ্রাহকরা নিমেষে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

Post Office এর তরফ থেকে DakPay নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। মূলত এই অ্যাপ লঞ্চ করা হয়েছে India Post Office Payment Bank এর তরফ থেকে। অ্যাপটি লঞ্চ হয় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হাত ধরে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যেমন হাতের মুঠোয় পাচ্ছেন ডিজিটাল (Digital) লেনদেন, ঠিক তেমনি পোস্ট অফিসের আরও একাধিক পরিষেবা এই অ্যাপের মধ্যে সংযুক্ত করা হয়েছে।

DakPay অ্যাপ ব্যবহারের পদ্ধতি

DakPay অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমেই গ্রাহকদের গুগল প্লে (Google Playstore) স্টোর থেকে সেটিকে নিজের ফোনে ইন্সটল করে নিতে হবে।

পরবর্তীতে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হবে সঠিক বিবরণ বা তথ্য দেওয়ার মধ্য দিয়ে।

প্রয়োজন হবে অ্যাকাউন্ট নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, নাম, পিনকোড ইত্যাদি।

এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে।

শেষ পর্যায়ে নিজের পছন্দমত ট্রানজেকশন পিন তৈরি করে নিতে হবে। এই পিন চার ডিজিটের হয়।

এই অ্যাপ কাজ করবে GoolePay, PhonePe ইত্যাদি জনপ্রিয় UPI অ্যাপের মত। নতুন এই অ্যাপটি ১১ ডিসেম্বর লঞ্চ হওয়ার পর ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে এটি ১০০+k ডাউনলোড হয়েছে। পাশাপাশি রবি শংকর প্রসাদ ট্যুইট করে জানিয়েছেন, ‘মাত্র দু’বছরের মধ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা ছাড়িয়েছে তিন কোটি।’