মাধ্যমিক পাশ থাকলেই চাকরি! সুযোগ দিচ্ছে Post Office

নিজস্ব প্রতিবেদন : বেকার যুবক-যুবতীদের বড় অংশ চাকরির জন্য দৌড়াদৌড়ি করে থাকেন। আবার তাদের ঝোঁক সবচেয়ে বেশি সরকারি চাকরির (Government Job) দিকে। সরকারি চাকরির ক্ষেত্রে ভবিষ্যৎ নিশ্চয়তার কথা মাথায় রেখেই বেকার যুবক-যুবতীরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। সেই রকমই যারা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন অথবা চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য সুখবর দিল পোস্ট অফিস (India Post)।

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই সকল শূন্য পদে নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দেশজুড়ে ১২৮২৮ জনকে নিযুক্ত করা হবে এই সকল বিভিন্ন শূন্য পদে। এদের মধ্যে আবার ১২০টি শূন্য পদ রয়েছে বাংলা ভাষীদের জন্য। এই সকল শূন্য পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ১১ জুনের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীর অন্ততপক্ষে ৬০ দিনের জন্য কম্পিউটার বেসিক কোর্স থাকতে হবে। ডাক সেবক পদের জন্য যারা আবেদন করবেন তাদের নিজস্ব সাইকেল থাকতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছর।

আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ১০০ টাকা। তবে যারা মহিলা, তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন তাদের কোনরকম আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুন এবং এরপর ১২ থেকে ১৪ জুন পর্যন্ত আবেদন পত্র সংশোধন করার সময় পাবেন আবেদনকারীরা।