শব্দের থেকেও ৬ গুণ বেশি গতিবেগ, HSTDV পরীক্ষায় সফল ভারত

নিজস্ব প্রতিবেদন : প্রতিরক্ষা প্রযুক্তিতে এই সাফল্য এর আগে পর্যন্ত ছিল বিশ্বের মাত্র তিনটি দেশের। আর এর পরেই চতুর্থ দেশ হিসাবে HSTDV পরীক্ষায় সফল ভারত। আর এই সফলতা প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের বড়সড় সাফল্য। নয়া এই প্রযুক্তি এখন ভারতের কব্জায় এলো আমেরিকা, চীন এবং রাশিয়ার পরেই।

HSTDV হল হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল। এই ভেহিকেলের বৈশিষ্ট্য হলো এটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের গতিবেগ বাড়ানো যায়। ক্ষেপনাস্ত্রের গতিবেগ বাড়ানোর পাশাপাশি এর মাধ্যমে খুব অল্প খরচে রকেট উৎক্ষেপণ করা। এই প্রযুক্তির ব্যবহারে ক্ষেপণাস্ত্রের গতিবেগ বাতাসের থেকে ৬ গুণ বেশি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই প্রযুক্তি তৈরি করেছে ডিআরডিও।

সোমবার এই HSTDV সফল পরীক্ষা সম্পন্ন হয় ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে। এই ভেহিকেলে দেওয়া হয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন বলে জানা গিয়েছে। আর এই প্রযুক্তি তৈরি করার পরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বাগত জানিয়েছেন ডিআরডিও-কে।