করোনার জেরে বাতিল ভারত ও দক্ষিণ আফ্রিকা ODI সিরিজ

নিজস্ব প্রতিবেদন : ফাঁকা মাঠে নয়, সম্পূর্ণভাবে বাতিল করা হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় দিনের ODI। লখনৌতে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলার সূচি ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। আর তৃতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ইডেনে। এই দুই দেশের মধ্যে প্রথম একদিনের খেলার বৃষ্টির কারণে ভেস্তে যায় ধর্মশালায়। এরপর বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয় দর্শকশূন্য গ্যালারি অর্থাৎ ফাঁকা মাঠে খেলা হবে বাকি দুটি ম্যাচ। কিন্তু তাও স্থগিত করা হলো।

অন্যদিকে আজই বিসিসিআইয়ের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল ২৯ শে মার্চের পরিবর্তে ১৫ ই এপ্রিল শুরু করার বিষয়ে। দিনের পর দিন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলার কারণে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি অ্যাডভাইজারি পাঠায়। সেইমতো ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দেশের তিন ম্যাচের একদিনের সিরিজ বাতিল করে। পাশাপাশি আইপিএলের শুরুর দিনক্ষণও পরিবর্তন করা হয়।

ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। আর অন্যদিকে করোনাভাইরাসের জেরে বাকি দুটি ম্যাচ বাতিল হওয়ায় দক্ষিণ আফ্রিকার দলকে কোন ম্যাচ না খেলেই ফেরত যেতে হচ্ছে।