সর্বকালের রেকর্ড, করে দেখালো ওরা, রইলো প্যারালিম্পিকে টিম ইন্ডিয়ার পদক তালিকা

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে টোকিওতে আয়োজিত অলিম্পিকে পদক সংখ্যা অতীতের সব রেকর্ডকে ভেঙেছে ভারতীয় অ্যাথলিটরা। আর সেই রেকর্ড ভাঙার ধারাবাহিকতা বজায় রেখে ভারতের নাম বিশ্বের সামনে উজ্জ্বল করেছে প্যারালিম্পিকের অ্যাথলিটরাও। চলতি বছর তারা যে পরিমাণ পদক এনে দিয়েছে তা অতীতে নজির নেই।

একটা সময় প্যারালিম্পিকে অংশগ্রহণ ভারতীয় অ্যাথলিটদের কাছে ছিল আকাশকুসুম স্বপ্ন। তবে সেই আকাশকুসুম স্বপ্ন যেমন বাস্তবায়িত হয়েছে ঠিক তেমনি, পদকের সংখ্যায় চলতি বছর যা বাস্তবায়িত হয়েছে তা বিশ্বের সামনে ভারতের নাম জ্বলজ্বল করতে শুরু করেছে।

চলতি বছর টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। আর এই ৫৪ জনের যৌথ প্রচেষ্টায় ১৯টি পদক এলো দেশের মাটিতে। আবার এই ১৯টি পদকের মধ্যে পাঁচটি সোনা। এই এত সংখ্যক পদক জয়ের কারণে এই বছর ভারত প্যারালিম্পিকে ২৪ নম্বর দেশ হিসাবে শেষ করল, যা নজিরবিহীন।

প্যারালিম্পিকে ভারতের পদক জয়ীদের তালিকা

সোনাজয়ী প্যারালিম্পিক ভারতীয় পদক জয়ীদের তালিকা

অবনী লেখারা : মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এস এইচ ১।

প্রমোদ ভগত : পুরুষদের ব্যাডমিন্টন এস এল ৩।

কৃষ্ণ নাগার : পুরুষদের ব্যাডমিন্টন এস এইচ ৬।

সুমিত আন্তিল : পুরুষদের জ্যাভলিন এফ ৬৪।

মণীশ মারওয়াল : মিক্সড ৫০ মিটার পিস্তল এস এইচ ১।

রুপো জয়ী প্যারালিম্পিক ভারতীয় তারকাদের তালিকা

ভবিনাবেন প্যাটেল : মহিলাদের সিঙ্গলস টেবিল টেনিস (ক্লাস ৪)।

সিংহরাজ : মিক্সড ৫০ মিটার পিস্তল এস এইচ ১।

যোগেশ কাথুনিয়া : পুরুষদের ডিসকাস এফ ৫৬।

নিষাদ কুমার : পুরুষদের হাই জাম্প টি ৪৭।

মারিয়াপ্পন থাঙ্গাভেলু : পুরুষদের হাই জাম্প টি ৬৩।

প্রবীণ কুমার : পুরুষদের হাই জাম্প টি ৬৪।

দেবেন্দ্র ঝাঝারিয়া : পুরুষদের জ্যাভলিন এফ ৪৬।

সুহাস ইয়াথিরাজ : পুরুষদের সিঙ্গলস এস এল ৪।

ব্রোঞ্জ জয়ী প্যারালিম্পিক ভারতীয় তারকাদের তালিকা

অবনী লেখারা : মহিলাদের ৫০ মিটার পিস্তল থ্রি পজিশন এস এইচ ১।

হরবিন্দর সিং : পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারি।

শরদ কুমার : পুরুষদের হাই জাম্প টি ৬৩।

সুন্দর সিং গুর্জর : পুরুষদের জ্যাভলিন এফ ৪৬।

মনোজ সরকার : পুরুষদের ব্যাডমিন্টন এস এল ৩।

সিংহরাজ : পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এস এইচ ১।