চিনের মার্শাল আর্টের জবাব দেবে ভারতের ঘাতক কম্যান্ডো বাহিনী, রইলো খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই ভারত ও চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের সাথে ভারতের বিবাদ শুরু হয়। এই বিবাদ অন্তিম পর্যায়ে পৌঁছায় গত ১৫ই জুন রাতে। যে রাতে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতে শহীদ হন ভারতের ২০ জন সেনা জওয়ান, বিপুল সংখ্যক চিনা সেনাদেরও প্রাণ হারাতে হয়। আর এত সংখ্যক সেনা জওয়ানের প্রাণ হারানোর মতো ঘটনা দীর্ঘ কয়েক দশক পর ঘটে ভারত ও চীন সীমান্তে।

আর এমন পরিস্থিতিতে জানা যায় ভারতীয় সেনাবাহিনীর মোকাবিলায় চীন তাদের দেশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মার্শাল আর্ট বাহিনী মোতায়েন করছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে চীন ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে পাঠিয়েছে তাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়ার জন্য তিব্বত এলাকায়। আর এমত অবস্থায় চিনের কৌশলকে মাথায় রেখেই চীনের এই মার্শাল আর্ট বাহিনীর মোকাবিলায় ভারতীয় সেনাদের ঘাতক কম্যান্ডো বাহিনী প্রস্তুত, যাদের মোতায়েন করা হচ্ছে সীমান্ত রেখা বরাবর।

ভারতের ঘাতক কম্যান্ডো বাহিনী সম্পর্কে খুঁটিনাটি

ভারতের এই ঘাতক কম্যান্ডো বাহিনী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনী। যাদের টানা ৪৩ দিন ধরে প্রশিক্ষণ দিয়ে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হয়। এই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় কর্নাটকের বেলগামে।

প্রশিক্ষণের সময় এই বাহিনীর সদস্যদের ৩৫ কেজি ওজন নিয়ে ছুটতে হয় টানা ৪০ কিলোমিটার। এই বাহিনীকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট প্রশিক্ষণ দেওয়া হয়। মার্শাল আর্টের মতই পারদর্শী এই কম্যান্ডো বাহিনী।

মরু অঞ্চল তথা পার্বত্য এলাকা, বিভিন্ন এলাকার জন্য আলাদা আলাদা ভাবে প্রশিক্ষণ দিয়ে এই বাহিনীকে তৈরি করা হয়। কম্যান্ডো বাহিনীর একটি ইউনিটে একজন অফিসার ও একজন JCO সহ ২২ জন কম্যান্ডো থাকেন। আর ওই ইউনিটে একইরকমভাবে আরও একটি রিজার্ভ দল থাকে। মোটের উপর এই এক ইউনিটে ৪০ থেকে ৪৫ জন সদস্য থাকেন।