ঘোষিত হলো ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টের ভারতীয় দল

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের দুর্ধর্ষ পারফরম্যান্সের পর দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম খেলা শুরু হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। আর এই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় প্রথম দফায় প্রথম দুটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের তারকাদের নাম ঘোষণা করা হয়। আর এই দুটি টেস্ট ম্যাচ সমাপ্ত হওয়ার পর শেষ দুটি টেস্ট ম্যাচের জন্য ঘোষণা করা হলো ভারতীয় দল।

Advertisements

Advertisements

আশা করা হচ্ছিল শেষ দুটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে জায়গা পাবেন মহঃ শামি এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু তেমনটা হলো না। পাশাপাশি আমেদাবাদের রাত-দিনের টেস্টের জন্য ভারতীয় দলে চারজন পেসারকে রাখা হয়েছে। এই চারজন পেসার হলেন জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহঃ সিরাজ এবং উমেশ যাদব। তবে উমেশ যাদব ফিটনেসের প্রশ্নে এখনো অনিশ্চিত। সেই জায়গায় তিনি যদি অসফল হন তাহলে তার জায়গায় খেলবেন শার্দূল ঠাকুর।

Advertisements

চলুন দেখে নেওয়া যাক শেষ দুই টেস্টের জন্য ভারতীয় দল

ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদ টেস্ট সহ শেষ দুই টেস্টের জন্য যে ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই তাতে রয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরাহ, মহঃ সিরাজ।

[aaroporuntag]
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের প্রথম টেস্টে ঘরের মাটিতে ভারতীয় দলের লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে অভূতপূর্ব সাফল্যের মধ্য দিয়ে ইংল্যান্ডের থেকে জয় ছিনিয়ে নেয়। যার পরেই সমতা ফিরে আসে সিরিজে।

Advertisements