১৬ বছরেই বিশ্বের এক নম্বর ক্রিকেট তারকা শেফালী, কুর্ণিশ ভারতীয়দের

নিজস্ব প্রতিবেদন : একজন ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে মাত্র ১৬ বছর বয়সে অনন্য কৃতিত্বের অধিকারী হলেন। শুধু মহিলা ক্রিকেটার হিসেবেই নয় এযাবত এত অল্প বয়সে এমন কৃতিত্বের অধিকারী আর কোন ভারতীয় ক্রিকেটারকে হতে দেখা যায়নি। ICC Womens T20 World Cup-এ দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে শেফালী বর্মা এখন বিশ্বের এক নম্বর ক্রিকেটার। অবশ্য এর আগেও মিতালি রাজ বিশ্বের এক নম্বর মহিলা ক্রিকেটার হিসেবে নিজের নাম দাখিল করেছিলেন, তবে শেফালী এই তালিকায় উঠে এলো মাত্র ১৬ বছর বয়সে।

Womens T20 World Cup-এ শেফালী বর্মা চলতি বছরে সর্বোচ্চ রান করেছেন ১৬১। আর তার স্ট্রাইকরেট হলো ১৬১। টুর্নামেন্টের সবথেকে বেশি ৯ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর এসব এরপর তিনি উঠে এসেছেন বিশ্বের এক নম্বর তালিকায়। নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার সুজি বেটসকে ছাড়িয়ে তিনি উঠে এসেছেন এক নম্বরে। সুজি বেটস ২০১৮ সালের অক্টোবর মাস থেকে এক নম্বর তালিকায় ছিলেন।

শেফালী বর্মা ছাড়াও ভারতীয় মহিলা ক্রিকেটারা একগুচ্ছ তালিকা দখল করে রয়েছেন ICC WOMEN T20 ক্রিকেট তালিকায়। দীপ্তি শর্মা পাঁচ নম্বরে, ৬ নম্বরে রয়েছেন ভারতীয় আর এক তারকা স্মৃতি মন্ধনা। রাধা যাদব ৭ নম্বরে, পুনম যাদব ৮ নম্বরে ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রিত রয়েছেন ১২ নম্বর তালিকায়।