পশ্চিমী অভ্যাস ছেড়ে ‘নমস্কার’, বিশ্ব মাতাচ্ছে ভারতীয় সংস্কৃতি

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাস বদলে দিয়েছে বিশ্ববাসীদের জীবনযাত্রার অভ্যাস। পশ্চিমী সংস্কৃতি অনুসারে কারোর সাথে দেখা হলেই হাত মেলানো আর আলিঙ্গন, এই ছিল অভ্যাস। এমনকি একটা সময় এই অভ্যাস ভারতীয় সংস্কৃতিকে গ্রাস করে। তবে এবার ঠিক উল্টো। করোনা আবহে ভারতীয় সংস্কৃতি এখন মাতাচ্ছে গোটা বিশ্বকে। যেখানে বিশ্বের বাসিন্দারা এখন হাত মেলানো আর আলিঙ্গন ছেড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নমস্কারে মেতেছেন। আর এমনি বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্রনেতার নমস্কার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জয়জয়কার ভারতীয় সংস্কৃতির।

ভারতীয় সংস্কৃতিকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মানির চ্যান্সেলরকে নমস্তে করে স্বাগত জানাচ্ছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে সাক্ষাতে পৌঁছালেই দেখা যায় দুজন দুজনকে নমস্তে করে স্বাগত জানাচ্ছেন। আর এই পরিস্থিতিকে বদলে দিয়েছে করোনাভাইরাস একথা অনস্বীকার্য। কারণ এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে কাছে ঘেঁষা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর এসবের পরিপ্রেক্ষিতেই এখন ভারতীয় সংস্কৃতির গুরুত্ব বেড়েছে বিশ্বজুড়ে।

তবে শুধু ফ্রান্সের প্রেসিডেন্ট অথবা জার্মানির চ্যান্সেলর নন, বর্তমান পরিস্থিতিতে আমরা এর আগেও বহু রাষ্ট্রনেতাকে দেখেছি করমর্দন এবং আলিঙ্গন ছেড়ে নমস্তে করে একে অপরকে স্বাগত জানাতে। সুতরাং এই ৫-৬ মাসে করোনা আমাদের জীবনের বহু রীতিনীতি বদলে দিয়েছে।