ভারতীয়দের জোড়া সুখবর, টোকিও অলিম্পিকে টিকিট পাকা করলো পুরুষ ও মহিলা হকি দল

নিজস্ব প্রতিবেদন : হকির মাঠ থেকে একই দিনে জোড়া সুখবর এলো ভারতবাসীদের জন্য। টোকিও অলিম্পিকে একইসাথে ভারতের পুরুষ ও মহিলা হকি দল নিজেদের টিকিট পাকা করলো। শনিবার ভারতীয় পুরুষ হকি দল প্রতিপক্ষ রাশিয়াকে ৭-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। দুই পর্ব মিলিয়ে ১১-৩ গোলের ব্যবধানে জয় পায় ভারত। অন্যদিকে একই দিনে ভারতীয় মহিলা দল আমেরিকার কাছে ৪-১ গোলে হারলেও দুই পর্ব মিলিয়ে ৬-৫ গোলে জিতে যায় ভারতীয় মহিলা দল। যার ফলে টোকিও অলিম্পিকে টিকিট পাকা হয়ে যায় ভারতীয় পুরুষ ও মহিলা দুই হকি দলের।

বাছাইপর্বে শুক্রবার ভারতীয় হকি পুরুষ দল রাশিয়াকে ৪-২ গোলে হারায়। আর শনিবার ভারতীয় দল তেড়ে-ফুঁড়ে নেমে পড়ে রাশিয়ার বিরুদ্ধে। প্রথমে রাশিয়া ১ গোল দিয়ে এগিয়ে গেলেও পরে হার্দিকের গোলে সমতা ফেরানোর পর আকাশদ্বীপের পরপর দুটি গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচে জোড়া গোল করেন রুপিন্দর পাল সিংও। একটি করে গোল করেন নীলকান্ত ও অমিত রুহিদাস।

অন্যদিকে ভারতীয় মহিলা হকি দল প্রথম পর্বে আমেরিকাকে ৫-১ গোলে হারিয়েছিল। তবে দ্বিতীয় পর্বে তারা আমেরিকার কাছে ৪-১ গোলে হেরে যায়। কিন্তু তা সত্বেও দুই পর্ব মিলে ভারতীয় মহিলা হকি দল ৬-৫ গোলে এগিয়ে থাকে আমেরিকার থেকে। যাতে করে ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিকে নিজেদের টিকিট পাকা করে নেয়।

ভারতের মহিলা হকি দলের আগামী অলিম্পিকে টিকিট পাকা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে মাত্র দুবার ভারতীয় মহিলা হকি দল অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিল। আর এবারের টিকিট পাকা করায় তারা তৃতীয়বারের জন্য অলিম্পিকে। প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল ১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০১৬ সালে। আর এবার ২০২০ সালের টোকিও অলিম্পিকে পর পর দুবার যোগ্যতা অর্জন করে তৃতীয়বারের জন্য খেলতে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল।