প্লাস্টিক থেকে তৈরি হবে তেল! Indian Oil-এর যুগান্তকারী সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন : প্লাস্টিক ও প্লাস্টিক জাত দ্রব্য যা পরিবেশের সুস্বাস্থ্যের পক্ষে সবথেকে বড় প্রতিবন্ধকতা।দেশজুড়ে এবছর গান্ধীজীর জন্ম জয়ন্তী থেকে ছয় ধরনের এমন ক্ষতিকারক প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ভারতকে প্লাস্টিক মুক্ত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আর সেই লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে কেন্দ্র।

পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র ভারতবর্ষে প্রতিবছর ১ কোটি ৪০ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। আর এই বিপুল পরিমাণ প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। পাশাপাশি এই বিপুল পরিমাণ প্লাস্টিককে কিভাবে পুনর্ব্যবহার যোগ্য করা যায় তা নিয়েও চিন্তিত তারা। প্লাস্টিকের পুনর্ব্যবহার নিয়ে চলছে একের পর এক গবেষণাও। তবে এরই মাঝে আশার আলো দেখিয়েছে ইন্ডিয়ান অয়েল।

প্লাস্টিকের বর্জ্যকে পুনর্ব্যবহার করার জন্য দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিল ইন্ডিয়ান অয়েল বলে জানা গিয়েছে। সম্প্রতি এই গবেষণায় মিলেছে প্রাথমিক সাফল্য। আর এই সাফল্যের হাত ধরে বর্জ্য প্লাস্টিকের পুনর্ব্যবহার করে তেল তৈরি করার পথে একধাপ এগিয়েছে ইন্ডিয়ান অয়েল। ১০০ টন প্লাস্টিক থেকে প্রায় ৬০ থেকে ৬২ টন তেল উৎপাদন করা সম্ভব। কারন জাপান ও চিনে ইতিমধ্যেই এই পদ্ধতিতে তেল উৎপাদনের প্রচেষ্টা চলছে। এই দুই দেশ থেকে পাওয়া হিসাব অনুযায়ী তেল উৎপাদনের হিসাব পাওয়া গিয়েছে।

সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, আগামী ২০২২ সালের মধ্যে কেন্দ্র সরকারের হাত ধরে প্লাস্টিকের বর্জ্য থেকে ব্যবহারযোগ্য তেল উৎপাদন করবে ইন্ডিয়ান অয়েল।