মাত্র ২৫ টাকায় N-95 মাস্ক দিচ্ছে Post Office

নিজস্ব প্রতিবেদন : শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মাত্র ২৫ টাকাতেই পাওয়া যাচ্ছে N-95 মাস্ক। সস্তায় সমস্ত স্তরের মানুষদেরকে মাস্ক পৌঁছে দেওয়ার এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ বা Post Office। তবে আপাতত সস্তায় এই মাস্ক পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের ৩৯ টি মুখ্য ডাকঘরে।

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিশ্বের দ্বিতীয় আক্রান্ত দেশ হিসাবে রয়েছে ভারত। যদিও আশার আলো এটাই যে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। আর এই আক্রান্তের সংখ্যা বেড়ে চলার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মাস্কের চাহিদা। তাই এই পরিস্থিতিতে কম দামে ভারতীয় ডাক বিভাগ এমন মাস্ক দিয়ে ভালো সাড়া ফেলেছে।

এই মাস্ক সস্তায় পাওয়া যাচ্ছে বলে তা বাজারের নকল সামগ্রী দিয়ে এই মাস্ক তৈরি করা হয়েছে এমনটাও নয়। সম্পূর্ণ সুরক্ষার কথা মাথায় রেখে এই মাস্ক তৈরি করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় ডাক বিভাগ।

তবে সস্তায় এই মাস্ক বিক্রির নির্দেশ এখনো পর্যন্ত রাজ্যের প্রতিটি ডাকঘর পায়নি। বর্তমানে কাটোয়া, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক সহ রাজ্যের ৩৯ টি মুখ্য ডাকঘর এই অনুমোদন পেয়েছে। আর এই সকল ডাকঘর থেকে মাত্র ২৫ টাকাতেই সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে N-95 মাস্ক।

অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার জেনারেল মাস্ক বিক্রির এই নির্দেশিকা জারি করেছেন বলে জানা গিয়েছে। মাস্ক বিক্রি হবে ধাপে ধাপে বলেও জানা গিয়েছে। প্রথম ধাপে ৩৯ টি মুখ্য ডাকঘর থেকে ১৪ হাজার মাস্ক বিক্রি করা হবে। পরে কলকাতা জিপিও থেকে ৭০০ এবং বাকি বেশ কিছু জায়গা থেকে ৩৫০ টি মাস্ক বিক্রি করা হবে। তবে চাহিদা অনুযায়ী এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানা গিয়েছে।

অন্যদিকে বীরভূমের মুখ্য ডাকঘর সিউড়ি ডাকঘরের এক আধিকারিক অনন্ত পাল জানিয়েছেন, “এখনো পর্যন্ত আমাদের এখানে এই মাস্ক বিক্রির কোনরকম নির্দেশিকা আসেনি। আগামী দিনে নির্দেশিকা এলে জানিয়ে দেওয়া হবে।”

বর্তমানে বাজারে N-95 মাস্কের দাম ২০০ টাকার বেশি। এর পাশাপাশি মাস্কের গায়ে N-95 লেখা থাকলেও তার গুণগতমান নিয়ে নিশ্চিত হতে পারছেন না বহু ক্রেতারা। সেক্ষেত্রে ডাকঘরের তরফ থেকে এত সস্তায় এমন মাস্ক বিক্রি হওয়ায় গুণগত মান নিয়ে অনেকটাই নিশ্চিত সাধারণ মানুষ। গুণগত মানের পাশাপাশি দামের বিষয়টিও নজর কেড়েছে সাধারণ মানুষকে।