১৫০টি ট্রেন, ৫০টি স্টেশনকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিলো রেল, বড় পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : বেসরকারি সংস্থার হাতে ভারতে প্রথম রেল চলে তেজস এক্সপ্রেস। এরপরই আরও ১৫০ টি ট্রেন এবং ৫০ টি রেলস্টেশনকে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে রেল। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত এই সিদ্ধান্তের কথা চিঠি লিখে রেলমন্ত্রী মন্ত্রককে জানায়।

চিঠিতে জানানো হয়েছে, সম্প্রতি ৬টি বিমানবন্দরকে বেসরকারিকরণের পর সুফলতা মেলায় একই পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের ক্ষেত্রে। রেল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে প্রথম দফায় ১৫০টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে ভার তুলে দেওয়ার। যাত্রীবাহী পরিবহনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিতে চলেছেন তারা।

প্রসঙ্গত এ মাসের ৪ তারিখ ভারতে প্রথম বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত ট্রেন তেজস এক্সপ্রেস চালু হয়। এই ট্রেনের সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনৌ দিল্লি রুটের এই ট্রেনে সর্বোচ্চ গতিবেগের পরিষেবা পেয়ে খুশি রেল যাত্রীরা, এমনটাই দাবি করেছে রেল। সর্বোচ্চ গতিবেগ এর পাশাপাশি রেলের তরফ থেকে দেওয়া হবে দেরিতে পৌঁছালে ক্ষতিপূরণ, রয়েছে ৫ লক্ষ টাকার বীমা, স্বাস্থ্য খাবারসহ অন্যান্য সমস্ত রকম পরিষেবায় রয়েছে ব্যাপক মানোন্নয়ন।