রেলের টিকিট চেকিংয়ে আসছে একেবারে নতুন পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে চলছে করোনা মহামারী। আর এই করনা মহামারীর পরবর্তী সময়ে কিভাবে তাদের পরিষেবা স্বাভাবিক করা যায় সেদিকে তাকিয়েই দেশের বড় বড় সংস্থা। অন্যান্য বড় বড় সংস্থার মত করোনা পরবর্তী সময়ে পরিষেবা স্বাভাবিক করতে নানান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে ভারতীয় রেলকে। কখনো রেলের কামরার আমূল পরিবর্তন, কখনো স্টেশন ও রেলে যাত্রা করার ক্ষেত্রে পরিবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। আর এবার তারা টিকিট চেকিংয়ের ক্ষেত্রেও আনতে চলেছে সম্পূর্ণ নতুন পদ্ধতি।

Advertisements

Advertisements

করোনা পরবর্তী সময়ে রেলের বদলানোর পাশাপাশি ভারতীয় রেল এবার চালু করতে চলেছে কন্ট্যাক্টলেস টিকিট চেকিং ব্যবস্থা। এই ব্যবস্থা অনেকটা এয়ারপোর্টের মত। ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে গেছে প্রয়াগরাজ স্টেশনে। সেখানে যাত্রীদের স্টেশনে ঢোকার সময় কন্ট্যাক্টলেস টিকিট চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে স্টেশনে ঢুকতে হবে। দেশে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে রেল পরিষেবা কবে স্বাভাবিক হবে তা নিয়ে সন্দেহ রয়েছে রেল কর্তাদের মধ্যেই। তবে এসবের মাঝেই এমন নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Advertisements

কিভাবে কাজ করবে এই কন্ট্যাক্টলেস টিকিট চেকিং ব্যবস্থা?

এর জন্য এবার থেকে আসতে চলেছে QR Code সিস্টেম। টিকিট পরীক্ষকরা এখন থেকে তাদের মোবাইলে রেলের তরফ থেকে দেওয়া সফটওয়্যারের মাধ্যমে ওই QR Code কোডটি স্ক্যান করে নেবেন। আর স্ক্যান করা হয়ে গেলে ওই রেলযাত্রী সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন টিকিট পরীক্ষক।

আর এই QR Code পাওয়া যাবে যখন টিকিট বুকিং করা হবে তখন যাত্রীর মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কেই থাকবে QR Code। যেটিকে যাত্রীরা ইচ্ছা করলে প্রিন্ট করিয়ে নিতে পারেন অথবা মোবাইলের মাধ্যমে স্ক্রিনে তুলে ধরলেও হবে।

এছাড়াও বর্তমানে বিমানবন্দরের মতোই স্টেশনে থার্মাল স্ক্রীনিং এবং তারপর বোর্ডিং প্রক্রিয়া চালু করতে চলেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই এই ব্যবস্থা শুরু হয়ে গেছে প্রয়াগরাজ স্টেশনে। দেশের বাকি স্টেশনগুলিতেও টিকিট পরীক্ষা করা থেকে অন্যান্য ব্যবস্থাগুলি খুব শীঘ্রই চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে।

Advertisements