এইভাবেও টিকিট কাটা যায়, রেল কর্মীর প্রতিভা হার মানাবে বুলেট ট্রেনের গতিকে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্ট ফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি বেড়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন সময় নানান ধরনের মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া সেই সকল ভিডিও দর্শকদের নজর কাড়ার কারণে তা ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সকল বেশ কিছু ভিডিও এমন ধরনের ভিডিও হয়ে থাকে যেগুলি না দেখলে এক প্রকার আশ্চর্য বিষয়কে মিস করা হয়। ঠিক সেই রকমই এক রেল কর্মীর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ওই রেল কর্মীর টিকিট কাটার স্পিড। তার এই স্পিড হার মানাতে পারে বুলেট ট্রেনের গতিকেও। স্বাভাবিকভাবেই এই ভিডিও না দেখলে মিস করতে হবে ওই রেল কর্মীর প্রতিভা।

ভাইরাল হওয়া ভিডিওতে ওই রেল কর্মীকে যেভাবে টাচ স্ক্রিনে টাচ করে টিকিট বুক করতে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে তিনি যেন পিয়ানো বাজাচ্ছেন। এমনকি তিনি যে গতিতে টিকিট বুক করছেন সেই গতিতে ওই মেশিন টিকিট প্রিন্ট করার ক্ষমতা পর্যন্ত রাখে না। ওই রেল কর্মী ঠিক যেন মেশিনকেও হার মানিয়ে দিয়েছেন তার পারদর্শিতায়।

মুম্বাই রেলওয়ে ইউজার নামক একটি অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি টিকিট ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেখানেই তিনি টাচ স্ক্রিনে টাচ করে একের পর এক যাত্রীদের টিকিট বুক করে দিচ্ছেন। এই টিকিট বুক করার ক্ষেত্রে তিনি এক মুহূর্ত যাত্রীদের অপেক্ষা করতে দিচ্ছেন না।

ভিডিওটি আপলোড করার পাশাপাশি সেখানে দাবি করা হয়েছে, ওই রেল কর্মী মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে তিন জন যাত্রীর টিকিট বুক করে দিতে সক্ষম হয়েছেন। স্বাভাবিকভাবেই ওই রেল কর্মীর এমন প্রতিভা দেখে বিস্মিত হয়েছেন দর্শকরা। বিস্মিত হওয়ার পাশাপাশি এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।