বাঙালির প্রিয় সেই টয় ট্রেন হয়তো আর থাকবে না, বদল আসছে চেহেরায়

নিজস্ব প্রতিবেদন : বাঙালিরদের আবেগ যেমন পাহাড়, সেই রকমই আবেগ জড়িয়ে রয়েছে টয় ট্রেনের সঙ্গে। বছরের বিভিন্ন সময় যেমন পর্যটকরা পাহাড়ে ছুটে যান সেই রকমই সেখানে একবার ট্রয় ট্রেনে চড়ার সখও কম থাকে না তাদের। তবে পুরাতন ধাঁচের সেই শখের টয় ট্রেন হয়তো আর থাকবে না। টয় ট্রেনের (Toy Train) চেহারায় আমূল পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

পুরাতন ধাঁচের টয় ট্রেনে আমূল পরিবর্তন আসার যে সম্ভাবনা দেখা দিয়েছে তা মূলত সদ্য শেষ হওয়া বাজেটের পর। কারণ এই বাজেটেই পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন চালানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের তরফ থেকে এই হাইড্রোজেন ট্রেনকে বন্দে মেট্রোও বলা হচ্ছে। শুধু ঘোষণা নয় এর পাশাপাশি রেলমন্ত্রীর তরফ থেকেও একই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর মাসেই দেশের মাটিতে প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে। প্রাথমিকভাবে এই ধরনের দূষণবিহীন হাইড্রোজেন ট্রেন চলবে নীলগিরি মাউন্টেন রুটে। পরবর্তীতে দার্জিলিঙেও এই ধরনের ট্রেন চালানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রুটেও ছুটবে হাইড্রোজেন ট্রেন। তবে এর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে তাহলে কি দার্জিলিংয়ের ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ স্টিম ইঞ্জিনের টয়ট্রেন আর থাকবে না? এই ট্রেনের চেহেরা কি একেবারে বদলে যেতে চলেছে?

মোটা অংকের টাকা দিয়ে জলপাইগুড়ি থেকে অনেকেই দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে চড়ার সুযোগ পান না। তবে দার্জিলিঙে গিয়ে সবাই টয় ট্রেন দেখার জন্য ছুটে যান বাতাসিয়া লুপ। অনেকে দার্জিলিঙে পৌঁছে জয় রাইড উপভোগ করেন। আর এই ট্রেনের আমূল পরিবর্তন আসছে কিনা সেই উত্তর পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই।