ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে চিন্তা, রেলের নয়া নিয়মে সহজেই পাকা হবে সিট

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর প্রতিদিন দেশের কয়েক কোটি মানুষ নির্ভর হওয়ার কারণে গণপরিবহনের মেরুদণ্ড হয়ে উঠেছে এই রেল পরিষেবা। এই রেল পরিষেবাকে আরও সুন্দরভাবে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক সেই রকমই টিকিট নিয়ে নতুন এক পদক্ষেপ গ্রহণ করল।

আগেকার দিনে টিকিট বুকিং করার পর সেই সকল কনফার্ম হওয়ার টিকিটের একটি তালিকা ট্রেনের গায়ে টাঙিয়ে দেওয়া হতো। এতে যাদের টিকিট কনফার্ম হত তারা সহজেই ট্রেনে উঠতে পারতেন এবং যাতায়াত করতে পারতেন। কিন্তু এবার এক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে ভারতীয় রেল।

নতুন নিয়ম অনুসারে যে সকল যাত্রীদের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের অনেকের টিকিট সহজেই কনফার্ম হতে পারে। আগে যেমন কনফার্ম হওয়া টিকিটের যাত্রীদের একটি কাগজের লিস্ট নিয়ে ট্রেনে ঘুরে বেড়াতেন টিটিইরা, সেই জায়গায় এখন তারা ঘুরে বেড়াবেন অত্যাধুনিক ট্যাব নিয়ে। এতে সুবিধা বাড়বে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের।

কোন যাত্রী যদি দেখা যায় তার কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে ওঠেননি তাহলে তাকে অনুপস্থিত হিসাবে ধরা হবে এবং টিটিইরা তাদের ওই অত্যাধুনিক ট্যাবে সেই আসন ফাঁকা রয়েছে এমনটাই চিহ্নিত করবেন। সেই চিহ্নিত হওয়া রিপোর্ট সঙ্গে সঙ্গে চলে যাবে রেলের সদর দপ্তরে এবং সেখান থেকে ওই ফাঁকা আসন অন্য একজন যাত্রীকে দিয়ে দেওয়া হবে। যে সকল যাত্রীরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের।

এই নতুন ব্যবস্থার ফলে বহু যাত্রী যারা তাদের ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে চিন্তিত রয়েছেন তাদের চিন্তা দূর হতে পারে এবং যারা বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি তাদের টিকিট অবৈধ বিবেচিত হবে। এমনকি এক্ষেত্রে যদি দেখা যায় কোন যাত্রী অন্য কামরায় উঠে রয়েছেন এবং তার আসল ফাঁকা রয়েছে সেক্ষেত্রেও তাকে অসুবিধার সম্মুখীন হতে হবে।