ওয়েটিং টিকিটের ঝঞ্ঝাটের দিন শেষ, হাতে গরম কনফার্ম টিকিট, আসছে দারুণ প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাগিদেই রেল পরিষেবার চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তবে রেল পরিষেবার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো টিকিট (Train Ticket) নিয়ে। যাত্রীরা নিজেদের চাহিদা মত বহু ক্ষেত্রেই টিকিট পান না। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে টিকিট নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। বহু ক্ষেত্রেই সময় ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে থাকতে দেখা যায়।

তবে এবার এই ওয়েটিং লিস্টের ঝঞ্ঝাটের দিন শেষ করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে নতুন প্রযুক্তি আনা হচ্ছে। নতুন এই প্রযুক্তির ফলে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে যে সমস্যা তৈরি হয় তার অনেকাংশ দূর করে দেওয়া সম্ভব হবে বলে আশা ভারতীয় রেলের। এর ফলে যাত্রীদের যেমন টিকিট পাওয়া আরও সহজ হয়ে যাবে সেই রকমই রেলের উপার্জনও বৃদ্ধি পাবে।

ভারতীয় রেলের তরফ থেকে নতুন যে প্রযুক্তি আনা হচ্ছে তা হল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI টেকনোলজি। এই প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য ভারতীয় রেলের তরফ থেকে আইডিয়াল ট্রেন প্রোফাইল নামে একটি মডিউল তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তির মধ্য দিয়ে ওয়েটিং লিস্টের তালিকা পাঁচ থেকে ছয় শতাংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে।

নতুন এই প্রযুক্তি কার্যকর হওয়ার পর যেমন যাত্রীদের কনফার্ম টিকিট আরও বেশি পরিমাণে নিশ্চিত হবে সেই রকমই দূরপাল্লার ট্রেনে ভারতীয় রেলের আয় এক কোটি টাকার বেশি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে উভয় পক্ষের লাভের বিষয়টি অঙ্গাভঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন এই সিস্টেমের ট্রায়াল চালিয়েছে ভারতীয় রেল। এই সিস্টেমের মাধ্যমে খুব সহজেই জানা যাবে কোন কোন রুটে কোন সময় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। সেই অনুযায়ী ভারতীয় রেল যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবে।