শিয়ালদা স্টেশনে অ্যাকোয়ারিয়াম থেকে রেলের আয় ১৭ লক্ষ টাকা, অবাক করা বিষয়

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ এই ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের কারণেই এই রেল পরিষেবা গণপরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে।

গণপরিবহনের এই লাইফ লাইন রেল পরিষেবাকে প্রতিনিয়ত সাজিয়ে গুছিয়ে তোলার জন্য ভারতীয় রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সকল পদক্ষেপের মধ্যেই এবার করোনা কালে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা স্টেশনকে সাজানো হয়েছে। এই রেল স্টেশনকে সাজিয়ে তোলার জন্য বসানো হয়েছে ফোয়ারা, অ্যাকোরিয়াম ইত্যাদি।

শিয়ালদা স্টেশন এইভাবে সাজিয়ে তোলার জন্য ভারতীয় রেলের বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে কেবলমাত্র খরচ হয়েছে এমন নয়, এর পাশাপাশি এই সৌন্দর্যায়ন ক্ষেত্রগুলি থেকে রেলের আয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যে অ্যাকোরিয়াম রয়েছে সেখান থেকেই কেবলমাত্র রেলের উপার্জন হয়ে থাকে বছরে ১৭ লক্ষ টাকা।

তবে রেলের এই আয়ের জন্য যাত্রীদের পকেট থেকে পকেট থেকে কোন টাকা খরচ করতে হয় না। ঘুরপথে রেল এই উপার্জন করে থাকে। সুন্দর যায়নির জন্য তৈরি করা এই সকল ফোয়ারা, অ্যাকোয়ারিয়াম ইত্যাদি থেকেও যে এই বিপুল অর্থ উপার্জন হতে পারে তা সত্যিই অবাক করা।

শিয়ালদা স্টেশনে এই অ্যাকোরিয়াম এখন যাত্রীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। অপেক্ষারত যাত্রীরা অনেকটা সময় এই অ্যাকোরিয়ামের সামনেই কাটান। চার নম্বর প্লাটফর্মের কাছে থাকা একটি অ্যাকোয়ারিয়ামে রয়েছে প্রায় ১ ফুট আকারের অ্যারোয়ানা ফিশ। এই মাছের দাম অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এছাড়াও গোল্ড ফিস সহ বিভিন্ন ধরনের নামিদামি মাছ রয়েছে।

শিয়ালদা স্টেশনে যে ছটি অ্যাকোরিয়াম রয়েছে সেই অ্যাকোরিয়ামের উপরে জায়গা করে দেওয়া হয়েছে বিজ্ঞাপনের। সেই সকল বিজ্ঞাপন থেকেই ভারতীয় রেলের বছরের ১৭ লক্ষ টাকা আয় হচ্ছে বলে জানা গিয়েছে রেলের এক আধিকারিক সূত্রে।